বাউল গ্রেপ্তার ও রিমান্ড – বাঙালী সংস্কৃতির প্রতি আঘাত ও মুক্তিযুদ্ধের প্রতি অপমান
দেশের প্রচলিত আইন বাউলদের বিশ্বাস ও গানের সাথে বিরোধ হওয়া -আইন প্রণেতাদের চরম ব্যর্থতা। বাউলরা কখনই তাদের গানের জন্য অপরাধী হতে পারে না, তারা অপরাধমুক্ত মনের অধিকারী। সমাজের বিদ্যমান সকল অপসংস্কৃতি ও বিশ্বাসের বিরুদ্ধে তাদের গান ও নিবেদন। সুরের মূর্ছনায় তারা মানুষের কাছে তুলে ধরে সমাজের অন্তর্নিহিত কপটতা, ধূর্তামি, যা সাধারণ্যের দৃষ্টির বাইরে থাকে ।…