ছোটগল্প: সংকট
ভাঙ্গাচোরা এই কম্পিউটারটিই দীন মোহাম্মদের এখন একমাত্র সম্পদ। এটি দিয়েই কোনোমতে পেট চলছে তার। শুধু নিজের চলা তো নয়, পরিবারের ভরণপোষণও যতটা পারা যায় সে করছে। সম্পর্ক ভালো থাকছে না অবশ্য কারো সাথে, কথা দিয়ে কথা রাখাও সম্ভব হচ্ছে না। নিজের ভাবালুতাও কম ভোগায় না নিজেকে। একেকবার একেকরকম মনে অাসে, কোনো দিশা না থাকলে যা…