সালমান খানের বাবা জনপ্রিয় চিত্রনাট্যকার সালিম খান একজন মুসলিম এবং মা সুশীলা চরক হিন্দু। তাই নিজেকে হিন্দু এবং মুসলিম দুই-ই মনে করেন তিনি।
আদালতে বিরল প্রজাতির হরিণ চোরাশিকারি মামলায় হাজিরা দিতে গিয়ে ধর্মের প্রশ্নে নিজেকে হিন্দু এবং মুসলিম দু’ই-ই দাবি করেন এ তারকা!
আইএনএস জানায়, মামলার সাক্ষগ্রহণের শুরুতে ম্যাজিস্ট্রেট সালমানকে তার নাম, ঠিকানা, পেশা ও ধর্ম নিয়ে সাধারণ কিছু প্রশান করেন। এ সময় সালমানের ধর্ম কি তা জানতে চাইলে এ তারকা প্রথমে বলেন যে তিনি একজন ভারতীয়। কিন্তু আবারও একি প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি হিন্দু এবং মুসলিম দুটোই।”
শুক্রবার জোধপুর আদালতে হরিণ চোরাশিকারি মামলার শুনানি চলাকালে নিজেকে নিদোর্ষ দাবী করেন সালমান খান। এ মামলায় অভিযুক্ত হিসেবে আরও সাক্ষী দিতে এসেছিলেন বলিউড তারকা সাইফ আলী খান, নিলাম কুঠারি, অভিনেত্রী সোনালী বেন্দ্রে ও টাবু।
১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে বিরল প্রজাতির কালো হরিণ শিকারের অভিযোগ ওঠে এ পাঁচ তারকার বিরুদ্ধে।