গত বৃহস্পতিবার কাশ্মির সীমান্ত দিয়ে ঢুকে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে। সেই খবরের রেশ কাটতে না কাটতেই এবার পাক সীমান্তে ইরান আঘাত হেনেছে বলে খবর দিচ্ছে ইন্ডিয়ার কিছু গণমাধ্যম । খবরে বলা হচ্ছে বুধবার বালুচিস্তান সীমান্ত দিয়ে ইরানি সেনারা এ হামলা চালিয়েছে।
এ হামলা বিষয়ে পাকিস্তান সরকার এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। বেলুচিস্তান প্রদেশের একজন সরকারি কর্মকর্তা জানান, ইরানি সেনাবাহিনীর ছোড়া একটি মর্টার পানজুর জেলায় আঘাত হেনেছে।
পত্রিকার ভাষ্যমতে সব মিলিয়ে তিনটি মর্টার শেল ছোঁড়া হয়। এই তিন মর্টার শেলের মধ্যে দুটি সীমান্তে মোতায়ের পাকিস্তান সেনা চৌকির কাছে আঁছড়ে পড়ে।
প্রসঙ্গত ইরান এবং পাকিস্তানের মধ্যে ৯০০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। ঘটনার পর বালুচিস্তানে ইরান সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে পাকিস্তান।
সূত্র: The Indian EXPRESS