Headlines

মন্দিরে ঢুকতে না দিলে ইসলাম গ্রহণ করবেন, দাবি ভারতের তামিলনাড়ুর দলিতদের

ভোটার কার্ড এবং আধার কার্ডও তাঁরা ফেরত দেবেন বলে জানিয়েছেন

ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে তাদের। মন্দিরে ঢুকে ধর্ম পালন করতে না দিলে, তারা ইসলাম গ্রহণ করবে । এবার এমনই হুমকি দিল তামিলনাড়ুর প্রায় ২৫০টি দলিত পরিবার ।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, দেশের বিভিন্ন প্রান্তে দলিতদের ওপর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আক্রমণ বেড়েই চলছে। গুজরাটের উনা, তামিলনাড়ুতে এমন খবর প্রায়ই মিলছে। আর এর পরিণতিও হচ্ছে মারাত্মক।

এবারের ঘটনাটি তামিলনাড়ুর বেদারণ্যম ও কারুর জেলায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বেদারণ্যমে এক মন্দিরে ঢুকতে প্রায় ২০০ দলিত পরিবারকে বাধা দেয়া হয়। দলিতদের অভিযোগ, বরাবরই তাদের প্রতি এ ধরনের বৈষম্যমূলক ব্যবহার করা হয়। একই চিত্র কারুর জেলাতেও। স্থানীয় মহাশক্তি মন্দিরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি ৩৫টি পরিবারকে।