Headlines

বাগেরহাটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বাগেরহাট

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট
পিসি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করছেন পিসি কলেজের দুজন শিক্ষার্থী।

বাগেরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার বেদীতে প্রথমে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ফুল দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা আওয়ামী লীগ,জেলা ছাত্রলীগ, সরকারী পি,সি, কলেজ ছাত্রলীগ, জেলা যুবলীগ, রামকৃ্ষ্ণ আশ্রম ও মিশন, সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, বাগেরহাট প্রেসক্লাবসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পমাল্য অর্পণ
বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার
বাগেরহাট
পুষ্পমাল্য অর্পণ করছেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

বাগেরহাট