Headlines

শুরু হচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ক্রিকেট কোচিং, অংশ নিতে পারেন আপনিও

প্রেস বিজ্ঞপ্তি

আগামী ২০ জনুয়ারি শুরু হতে যাচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ক্রিকেট কোচিং। প্রাথমিক ভাবে ১৩ জন বাচ্চাকে নিয়ে শুরু হচ্ছে ক্যাম্প। সুবিধা বঞ্চিতদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যেই আমাদের “ওরা হাসবে তাই” পরিবারের এ ভিন্ন উদ্যগ। ক্রিকেটের সাথে পর্যায়ক্রমে যোগ করা হবে ফুটবল, দাবা ও ব্যাডমিন্টন। যেন সুবিধাবঞ্চিত এই বাচ্চাগুলো খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে। আমাদের এ কার্যক্রমে আপনাদের সবার শুভকামনা আশা করছি। কেউ যদি ক্রিকেট সামগ্রী কিনে দিয়ে আমাদেরকে সয়াহতা করতে চান তাহলে অনুগ্রহ করে ফোন করবেন। যোগাযোগ রুদ্র-০১৮৭৬৯৩৩৩৮৮, ০১৭১২৯৬৫৬২৭