Headlines

ছবিতে দৃশ্যমান মটর সাইকেলের মালিক আপনার দৃষ্টিতে হঠকারী, নাকি নির্বোধ?

খুলনা
খুলনা
বর্তমানে মটর সাইকেলের ব্যবহার বাড়ছে। অনেকেই ব্যস্ত জীবনে যানবাহনটিকে গুরুত্বের সাথে ব্যবহার করছেন। আবার যানবাহনটিকে ঘিরে এমন একটি শ্রেণিও গড়ে উঠেছে, যারা এটিকে ব্যবহার করছেন মাস্তানি এবং ফাতরামির অনুষঙ্গ হিসেবে। এরা মরছে, মারছে এবং রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ছবিতে এই আরোহীকে আপনি কী বলবেন? ছবিটি খুলনার কমার্স কলেজ রোড থেকে তোলা।