গিয়ে মোরা জ্ঞানের দীপ জ্বালাতে,
আজ ডুবেছি ঘন ঘোর নিশীথে!
জীবনের তরে মানুষ করে যে পথের খোঁজ,
সেই পথই আজ বিভ্রান্ত স্বার্থের বোঝ।
অন্নের থালায় প্রবঞ্জনার ছোঁয়া,
হিংসের হাত রক্তে ধোয়া!
পাষাণের ঘা, বিপর্যস্ত মানবতা চোরের তকমা হাকা,
অদ্ভুতুড়ে শিক্ষাদীক্ষা করেছে হৃদয় ফাঁকা?
উচ্চ শিক্ষার শিরোপা নিয়ে ঘরে ঘরে,
ভুল করেছি কি এই মাটির পরে!
মানবতা শেকলে বাঁধা এক গল্প,
স্বার্থের মায়ায় হয়েছে নিতান্তই কল্প।
বিদ্যা আজ কেবলই কাগজ আর বিলাসিতার রং,
মানুষ শুধু করে বেড়ায় স্বার্থের ঢং!
মনুষ্যত্বের ন্যায়বোধ গেছে হারিয়ে,
হৃদয়পুর জাগবে কখন শুভ বার্তা নিয়ে দাঁড়িয়ে?
ভূল পথে হাটি অন্ধকারে অন্ধ,
মানবতার ডাক শুনি, তব নিস্তব্ধ।
জীবনের বীণায় বেজে ওঠে তব সুর,
ভালোবাসা, সহানুভূতি, হতে পারে নতুন পুর।
মিলনের পাথেয় খুঁজে বেড়াই সম্ভাবনার দিনে,
অপেক্ষায় আছি, ঘুরে ফিরে আসে শূন্যতা,
আসুক তব নতুন দিনে সৃষ্টির পূর্ণতা।
সেই দিন আসুক ফিরে, আলো নিয়ে শান্তির নীড়ে,
হৃদয়ের ভিড়ে প্রাণের তীরে।
মাহবুব মজুমদার, পুরো নাম মোঃ মাহবুব ইসলাম মজুমদার একজন সদাহাস্য, গভীর চিন্তাশীল মানুষ, যিনি মানবজাতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বাঁচেন। মানুষের কল্যাণে কাজ করা তার জন্য কেবল একটি পেশা নয়, বরং একটি মহান উদ্দেশ্য। উন্নয়ন ও মানবিক ক্ষেত্রে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (INGO) এবং জাতিসংঘ (UN)-এর সঙ্গে তার কর্মজীবনের অভিজ্ঞতা তাকে সমাজে পরিবর্তনের এক অনন্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি কুমিল্লা শহরে বেড়ে উঠেছেন। কুমিল্লা ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুষ্টি ও খাদ্য বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তার জীবনকর্ম সবসময় সত্য সন্ধানে এক ভিন্নধারায় অগ্রসর হয়েছে। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি যখনই কিছুতে অসন্তুষ্ট হয়েছেন, যা তার হিসেবে মেলেনি, তখন তিনি সদা পথ পরিবর্তনে ছিলেন অবিচল। কিন্তু সত্যের অনুসন্ধানে তার অবিচলতা কখনো হ্রাস পায়নি, কারণ সবকিছুর মাঝে তিনি অত্যন্ত সাদা মনের একজন মানুষ।