‘রাষ্ট্রীয়’ শব্দটিতে একটু খটকা লাগতে পারে। কিন্তু নিউজপেপার (বর্তমানে নিউজ পোর্টাল) যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয় তাহলে এটা বলাই যায় যে রাষ্ট্রীয়ভাবে এখন অজ্ঞানতার চর্চা হচ্ছে। না হলে এরকম অবৈজ্ঞানিক/আজগুবি কথাবার্তা কোনো পত্রিকায় ছাপা হতে পারে?
কিছুদিন আগে চকবাজারের চুড়িহাট্টায় আগুন লাগলেও ’এনটিভি পোর্টালটি‘ প্রায় একই ধরনের প্রচারণায় নেমে ছিল। যুগান্তর পত্রিকাও সে অপপ্রচারে নেমেছিল। অবশ্য যুগান্তর মাঝে মাঝেই এ ধরনের অপপ্রচারে নামে।
দেখা গিয়েছিল তাদের সেই অপপ্রচারমূলক পোস্ট হাজার হাজার বার শেয়ার হয়েছিল, সে অভিজ্ঞতা এবং লোভ থেকেই হয়ত এ ধরনের প্রচারণায় নেমেছে বাংলানিউজ নামক ওয়েব পোর্টালটি।
কিন্তু এটা কতটা নেতিবাচক ভূমিকা রাখছে সমাজে তা কি এসব পোর্টাল পরিচালনাকারীরা ভেবে দেখছে?
সরকারের উচিৎ নড়েচড়ে বসা। এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ অবিলম্বে।
বাংলানিউজ নামে নিউজ পোর্টালটির সংবাদ দেখুন:
এটাকে অনুকরণ করেছে আবার কক্সবাজার নিউজ নামে একটি আঞ্চলিক নিউজ পোর্টাল।
কেন নিউজ পোর্টালগুলি অন্ধত্বের এ খেলায় মেতে উঠছে তা বোধগম্য নয়, যখন এ সংকটকালে প্রয়োজন প্রচুর বিজ্ঞাভিত্তিক আলোচনা এবং সংকট মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা, তখন যদি পোর্টালগুলো এ ধরনের অপপ্রচারে নামে, তাহলে সে দেশের মানুষের অন্ধত্বের গভীরতা পরিমাপের জন্য কোনো গজ ফিতাই যথেষ্ট হবে না, হবে কি?