করে দেওয়া নারীর সঙ্গ পেলেও তারা সতর্ক থাকে। অপরদিকে এই একই গোত্রের (কাজিন বলা যেতে পারে) আরেকটি প্রাণী মনটেন ভোল চরিত্রের দিক থেকে একেবারে যাচ্ছেতাই, একজনের সাথে মেলামেশা করে পরক্ষনেই সে আরেকজনের কাছে দৌড়ায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মনটেন ভলের ভেসপ্রেসিন রিসেপ্টর জিনটি শর্ট টাইপ, ফলে এটি দুশ্চরিত্র হয়। দেখা গেছে, ইনজেকশনের মাধ্যমে লং টাইপ ভেসপ্রেসিন রিসেপ্টর জিন প্রবেশ করালে মনটেন ভোলের চরিত্র ভাল হয়ে যায়। পুরুষের প্রতারণার কারণ হিসেবে এ পর্যন্ত সতের রকমের ভেসপ্রেসিন রিসেপ্টর জিন শনাক্ত করা সম্ভব হয়েছে। যেসব পুরুষের ঐ জিনটি লঙ্গার টাইপ তারা সুখে সংসার করতে পারে। অপরদিকে যেসব পুরুষের ঐ জিনটি শরটার টাইপ, যতবারই বিয়ে হোক তারা সারাজীবন ‘কুমার’ থাকে। বুঝতেই পারছেন, শর্ট টাইপ ভেসপ্রেসিন জিনের কারণেই আপনার পুরুষটি এমন-তেমন করে। জিনটি যেমনই থাকুক না কেন এর কোন আইনগত ভিত্তি নেই। এমন ভাবার কোন কারণ নেই যে প্রতারণা করে জিনের দোহাই দিয়ে পার পাওয়া যাবে। সমস্যা থাকলে ভেবে দেখুন, লং ভারসনের একটা ভেসপ্রেসিন জিন ইনজেকশন এখনই আপনি নিয়ে নেবেন কিনা?
যে কারণে পুরুষ প্রতারণা করে?
করে দেওয়া নারীর সঙ্গ পেলেও তারা সতর্ক থাকে। অপরদিকে এই একই গোত্রের (কাজিন বলা যেতে পারে) আরেকটি প্রাণী মনটেন ভোল চরিত্রের দিক থেকে একেবারে যাচ্ছেতাই, একজনের সাথে মেলামেশা করে পরক্ষনেই সে আরেকজনের কাছে দৌড়ায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মনটেন ভলের ভেসপ্রেসিন রিসেপ্টর জিনটি শর্ট টাইপ, ফলে এটি দুশ্চরিত্র হয়। দেখা গেছে, ইনজেকশনের মাধ্যমে লং টাইপ ভেসপ্রেসিন রিসেপ্টর জিন প্রবেশ করালে মনটেন ভোলের চরিত্র ভাল হয়ে যায়। পুরুষের প্রতারণার কারণ হিসেবে এ পর্যন্ত সতের রকমের ভেসপ্রেসিন রিসেপ্টর জিন শনাক্ত করা সম্ভব হয়েছে। যেসব পুরুষের ঐ জিনটি লঙ্গার টাইপ তারা সুখে সংসার করতে পারে। অপরদিকে যেসব পুরুষের ঐ জিনটি শরটার টাইপ, যতবারই বিয়ে হোক তারা সারাজীবন ‘কুমার’ থাকে। বুঝতেই পারছেন, শর্ট টাইপ ভেসপ্রেসিন জিনের কারণেই আপনার পুরুষটি এমন-তেমন করে। জিনটি যেমনই থাকুক না কেন এর কোন আইনগত ভিত্তি নেই। এমন ভাবার কোন কারণ নেই যে প্রতারণা করে জিনের দোহাই দিয়ে পার পাওয়া যাবে। সমস্যা থাকলে ভেবে দেখুন, লং ভারসনের একটা ভেসপ্রেসিন জিন ইনজেকশন এখনই আপনি নিয়ে নেবেন কিনা?