আমরা শোধ নেব না? আমাদের অস্তিত্ব ফিরে পেতে হবে না?

আজকে ১৪ ডিসেম্বর,

আজকের দিনে বাঙ্গালী জাতির 

মনুষ্যত্ব হত্যা করেছিল ওরা!

আমরা শোধ নেব না?

আমাদের অস্তিত্ব ফিরে পেতে হবে না?

নইলে যে ওরা আবার হত্যা করবে

নব-অঙ্কুরিত মানুষগুলোকে।  

ওরা ওৎ পেতে আছে

তোমার-আমার পিছনে,

আশে-পাশে-সামনে-সবখানে।