বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের এই রাস্তাটি (গেট) দখল হয়ে আছে দীর্ঘদিন

বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়টি বাংলাবাজারে অবস্থিত। এ বিদ্যালয়টির দুটি গেট রয়েছে। বিদ্যালয়টি এমন জায়গাতে অবিস্থত যে দুটি গেট ব্যবহার করার সুযোগ থাকলে বাংলাবাজারের দিক থেকে যে শিক্ষার্থীরা স্কুলে যায় তাদের দূরত্ব কমপক্ষে পাঁচশো মিটার কমে যায়। এই পাঁচশো মিটার রাস্তা অতিক্রম করা খুব ঝামেলা, কারণ, এ জায়গাটিতে রয়েছে ছোট ছোট গাড়ির স্ট্যান্ড, প্রচুর রিক্সা এবং ফুটপথে দোকান। কিন্তু বাংলাবাজার পাশের স্কুল গেটটি এবং পথটি দখল হয়েছে অনেকগুলো বইয়ের দোকান এবং পাশ্ববর্তী ভবনে অফিশ দ্বারা। অফিশ দ্বারা দখলের বিষয়টি অদ্ভূত শুনালেও সেটিই বরং বেশি সত্য। এখানে একটি অফিশের মাল পরিবহনকারী গাড়ি ছোট্ট এই গলি রাস্তা দিয়ে সারাদিন প্রবেশ করে। এটা দেখে মনে হবে এটা কোনো শিল্পপাড়া, এবং রাস্তাটি কোনো কারখানার।

https://youtu.be/M-Pnf0hCBvw

এই গেটটি ব্যবহার করে ছাত্রীরা স্কুলে প্রবেশ করে তবে সেটিও নানানভাবে বেদখল হয়ে থাকে।