Headlines

কচুয়ায় কলেজ শিক্ষকের বাড়িতে দুবৃত্তরা আগুন দিয়েছে

১ জানুয়ারি আনুমানিক রাত ৮টায় বাগেরহাটের কচুয়া উপজেলার বড় আন্ধারমানিক গ্রামের গৌতম কুমার মণ্ডলের বাড়িতে কে বা কারা পরিকল্পিতভাবে বসত বাড়ি সংলগ্ন ঘরে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যথা সময়ে আগুন দেখতে না পেলে, গৌতম বাবুর পরিবারের সব সদস্যের প্রাণ সংশয়ের সম্ভাবনা ছিলো। তবে গ্রামবাসী এসে তাদের রক্ষা করতে পারলেও ঘরটি রক্ষা করতে পারেনি। এমতাবস্থায় কচুয়ার পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উল্লেখ্য, গৌতম কুমার মণ্ডল ও তার স্ত্রী শ্রীমতী যমুনা গোলদার স্থানীয় সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক।