Headlines

খুলনায় খাল-বিল-কৃষিজমি দখল করে শিল্প কলকারখানা

জমি দখল

খুলনার ডুমুরিয়ায় কৃষিজমি ও খালবিল দখল করে গড়ে তোলা হচ্ছে শিল্প-কারখানাসহ বিভিন্ন স্থাপনা। এতে একদিকে কমছে ফসলি জমি, অন্যদিকে খাল ভরাট হওয়ায় মৎস্য সম্পদ কমে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর আবার সেগুলো দখল হয়ে যাচ্ছে।

তবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিলেন জেলা প্রশাসক।

বিভাগীয় শহর খুলনার কোল ঘেঁষা উপজেলা ‘ডুমুরিয়া’। প্রতিবছর এখানে ৮শ কোটি টাকার বেশি মাছ ও ৫শ কোটি টাকার কৃষিপণ্য উৎপাদন হয়। 

শহরের পাশ্ববর্তী এলাকা হওয়ায়, ডুমুরিয়ার জমির চাহিদাও বেশি। ফলে আবাসন ব্যবসায়ীরা তা কিনে, বিক্রি করছেন প্লট আকারে। যেখানে গড়ে তোলা হচ্ছে শিল্প-কলকারখানা, আবাসিক ভবনসহ নানা স্থাপনা। এতে ধীরে ধীরে কমছে কৃষিজমি, খাল ও জলাশয়। 

সরকারি খালসহ বিভিন্ন জলাশয় রক্ষায় সরকারি খালের তালিকা তৈরি করেছে উপজেলা প্রশাসন। 

জেলা প্রশাসন বলছে, আবাসন প্রকল্প গড়ে তোলার জন্য প্রশাসনের অনুমোদন নিতে হয়। নদী, খাল, জলাশয় ভরাট করার কোনো সুযোগ নেই। এগুলো কেউ দখল করলে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফিন।

জমি দখল
খুলনা শহরের সীমানা ঘেঁষে গড়ে উঠেছে শতাধিক অবৈধ আবাসন প্রকল্প। যত্রতত্র জলাভূমি ও কৃষিজমি ভরাট করে জমি বিক্রি করছেন ব্যবসায়ীরা। খুলনা শহরের সিটি বাইপাস সড়কের নতুন জেলখানাসংলগ্ন পিঁপড়ামারী এলাকায়। ছবিঃ দৈনিক বাংলা

বৈশাখী টেলিভিশন (প্রকাশঃ ৩১/০৭/২০২৩)