বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত প্রশিকার কর্মীরা

প্রশিকা মানব উন্নয়ন কেন্ত্র

দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রায় তিনশো কর্মীর সর্বনিম্ম এক বছর থেকে সর্বোচ্চ সাড়ে তিন বছরের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। বকেয়া বেতনের দাবিতে গত দু’মাস ধরে কাজ বন্ধ করে সংস্থার মিরপুরের কেন্দ্রীয় কার্যালয়ের সিড়িতে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা। যে সময়ে দেশের মানুষ একটি ঈদ উৎসবের প্রস্তুতি নিচ্ছে ঠিক সে সময়ে বকেয়া বেতন, চাকুরির চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিনাতিপাত করছে প্রশিকার কর্মীরা। তাদের কান্নায় ভারী হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবেশ। কিন্তু তারপরেও কর্তৃপক্ষের মন গলছে না। উপরন্তু বৈধ-অবৈধ বিতর্কে যোগ হচ্ছে স্থানীয় প্রশাসনও। প্রায় তিন মাসের এই অবস্থান কর্মসূচির মধ্যে আন্দোলনকারীরা ধৈর্য্যহারা হয়ে কখনো সহিংস হয়ে ওঠেনি। এখনও কোনো ভাঙচুরের মতো ঘটনায় জড়ায়নি কেউ। প্রশিকার ইনফরমেশন ডকুমেন্টেশন রিসোর্স সেলের সিনিয়র প্রোগ্রাম কো অর্ডিনেটর জুয়েনা ইয়াসমিন জানান, তাঁদের পর্যায়ের কর্মকর্তাদের ৪৩ মাস, এর নিচের পর্যায়ের কর্মকর্তাদের ২৬-২৭ মাস এবং ড্রাইভার, সিকিউরিটি গার্ড পর্যায়ের কর্মীদেরও ১২ মাসের বেতন বকেয়া রয়েছে। সাড়ে তিন বছরের এই অচলাবস্থা চললেও তা সমাধানের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী নিয়ে এসে একটি মানবিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতেই এসব কর্মীরা প্রশিকায় যোগ দিয়েছিলেন। কিন্তু এর মালিকানা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি না হওয়ায় দেশের শীর্ষ এ বেসরকারি সংস্থাটি ক্রমেই ধ্বংস হতে যাচ্ছে। সিড়িতে জুয়েনার মতো আরও অবস্থান নিয়েছেন ফিল্ড অপারেশনের ডেপুটি ডিরেক্টর জাকির হোসেন, আইডিআর এর আব্দুর রহমান, ফিনান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্টের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর শায়লা রেজা, এ্যাকাউন্টসের শাপলা রহমানও। প্রতিদিন তারা সকালে অফিসে এসে অফিসের কাজ না করে সিঁড়িতে অবস্থান নিচ্ছেন। এখানেই কাটিয়ে দিচ্ছেন অফিসের পুরো সময়টি। তাঁরা দ্রুত এ পরিস্থিতির অবসান চান।

https://www.facebook.com/zakir.zakirhossain.1023/videos/604761199902870/?t=35