বঙ্গবন্ধুর ৪৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

শুভ দত্ত সৌরভ

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট

শুভ দত্ত সৌরভ


১০ জানুয়ারী, ২০১৮ এ দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বাগেরহাটের সরকারি পি.সি. কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ন সম্পাদক মো: এনামুল কবির। সভাপতিত্ব করেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক জনাব মো: শাহ আলম ফরাজী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো: সাখিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধাক্ষ্য প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো: নজরুল ইসলাম ফকির সহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র সংসদের নেতৃবৃন্দ, হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মচারী সহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ । 

প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। বক্তৃতা করেন অনার্স ২য় বর্ষ শাখা ছাত্রলীগের আহবায়ক, ছাত্রনেতা ও স্লোগান মাষ্টার শফিকুল ইসলাম আরমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনিরুদ্ধ দাস গোপাল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তীর্থাংকর বাছাড় সহ প্রধান অতিথি ও বিশেষ অতিথি। পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি জাতীয় দিবস উৎযাপন কমিটির আহবায়ক জনাব মো: শাহ আলম ফরাজী সমাপনী বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।