বাগেরহাটের কচুয়া উপজেলার অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাদকাসক্ত

গজালিয়া

বাগেরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১১৬২টি। এর মধ্যে কচুয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৫টি। ফলোআপ নিউজ-এর অনুসন্ধান বলছে এর মধ্যে অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাদকাসক্ত। ভয়াবহ এ বিষয়টি আমলে নিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবী তুলেছে নাগরিক সমাজ। এ বিষয়ে কচুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ শামসুন্নাহার বলেন, আমরা মূলত শিক্ষকদের নিয়ন্ত্রণকারী কতৃপক্ষ। কোনো শিক্ষক মাদকাসক্ত কিনা সেটি প্রমাণ করতে পারি না। তবে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর জানাতে পারি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগকারী কতৃপক্ষ।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বিষয়ে বলেন, আমি বাগেরহাটে সদ্য যোগদান করেছি, ফলে এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে কোনো শিক্ষক মাদকাসক্ত কিনা, সেটি প্রমাণ হতে হবে। কোনো অভিযোগ আসলে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবো।

কচুয়ার বাসিন্দা সমাজকর্মী সুব্রত কুমার মুখার্জি বলেন, এ ধরনের শিক্ষকরা শিশুদের কীভাবে শিক্ষা দেবেন? এলাকার মানুষের কাছে তারা কী বার্তা দিচ্ছেন? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেশিরভাগক্ষেত্রে স্থানীয় মানুষ। তাদের এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকাও কলুষিত হচ্ছে। অবিলম্বে এ ধরনের শিক্ষকদের তালিকা করে ব্যবস্থা নিতে হবে। সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী এ ধরনের শিক্ষকরা চাকরিতে থাকতে পারেন না।

কচুয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের আংশিক  তালিকাঃ

০১. বাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়

০২. মসনী সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৩. বিলকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৪. শাখারীকাঠী শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৫. যশোরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৬. সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৭. পিঙ্গড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৮. শাখারীকাঠী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়

০৯. প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

১০. মালিপটন সরকারি প্রাথমিক বিদ্যালয়

১১. গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

১২. ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৩. উত্তর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪. পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫. দক্ষিন চরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬. নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭. কাকারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮. চরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯. চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

২০. ০১ নং বারুইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

২১. রাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

২২. বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়

২৩. ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

২৪. বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়

২৫. মাধবকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়

২৬. মিয়ার গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

২৭. ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়

২৮. বয়ারসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়

২৯. মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩০. গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩১. বিষারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩২. সোনাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩৩. আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩৪. জোবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩৫. উত্তর বিষারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩৬. বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩৭. পশ্চিম মঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩৮. কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩৯. ০২নং বারুইখালী সরকারি প্রাথমিকবিদ্যালয়

৪০. টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪১. হাজরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪২. পশ্চিম টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪৩. চর টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪৪. বড় আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪৫. চর সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪৬. আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪৭. পি.কে. সন্মানকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪৮. কে.সি.জি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪৯. উত্তর গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫০. পূর্ব গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫১. পশ্চিম বিষারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫২. লড়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫৩. পি.ছিটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫৪. এম.বারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫৫. শিরোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫৬. শিয়ালকাঠী ছোট বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫৭. কামারগাতী ঝালডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫৮. শ্যানপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫৯. উত্তর চরসোনাকরড় সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬০. মঘিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬১. খলিশাখালী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬২. সোনাকুড় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬৩. কুচিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬৪. ছোট আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬৫. আড়িয়ামর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬৬. গিমটাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬৭. শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬৮. মধ্য আড়িয়ামর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬৯. পূর্ব টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭০. মধ্য টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭১. দোবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭২. ভান্ডারখোলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭৩. ধলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭৪. শিবপুরপল্লি উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭৫. খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭৬. আঠারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭৭. উত্তর পিংগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭৮. ধেডুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭৯. আবাদভাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮০. পানবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮১. উত্তর আঠারগাতী পান বাড়ীয়াসরকারি প্রাথমিক বিদ্যালয়

৮২. আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮৩. পাইকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮৪. দড়িচর মালিপাটন সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮৫. বক্তারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮৬. পূর্ববিষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮৭. বিষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮৮. বাধাল দক্ষিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮৯. দক্ষিন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

♣ স্কুলে পর্যাপ্তসংক্ষক কক্ষ নেই;

♣ সুপেয় পানীর সমস্যা রয়েছে;

♣ আয়া/দপ্তরি নেই।

৯০. এস.গোয়ালমাঠ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

উপরিউক্ত বিদ্যালয়গুলোর মধ্য থেকে দৈবচয়নে দশটি বিদ্যালয় নিয়ে অনুসন্ধান চালিয়ে দু’টি বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে মাদকাসক্ত শিক্ষক খুঁজে পেয়েছে ফলোআপ নিউজ।