Headlines

মসনী গ্রামের বক্স কালভার্ট ব্রিজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ

বক্স কালভার্ট

কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের মসনী গ্রামের বক্স কালভার্ট ব্রিজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছে এলকাবাসী। ব্রিজটি বাধাল বাজার থেকে সাইনবোর্ড-মোরেলগঞ্জগামী সড়কটিকে সংযুক্ত করেছে। ১০ মিটার লম্বা আরসিসি এ বক্স কালভার্টটির জন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লক্ষ টাকা। এলাকাবাসীর অভিযোগ টাকা যথাযথভাবে ব্যয় করা হচ্ছে না, বিশেষ করে ব্রিজে খুবই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে কালভার্টটির তদারককারী ঠিকাদার শফিকুল আলম বলেন, ব্রিজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে না। ব্রিজ সংলগ্ন বসবাসকারীদের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, কেউ কোনো ক্ষতি পূরণ আমাদের কাছে দাবী করেনি। ব্রিজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার সম্পর্কে ব্রিজটির তদারককারী কর্মকর্তা উপজেলা ইঞ্জিনিয়ার আনিসুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার জানামতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে না, সবকিছু ঠিক আছে।

কাজটির দীর্ঘসূত্রিতা এবং অবেহেলাজনিত ব্যয়-দুর্ভোগ নিয়েও কথা উঠেছে। কাজটি ফেব্রুয়ারি (২০২৪) শেষ হওয়ার কথা থাকলেও আগামী এক বছরেও শেষে হবে কিনা, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি ব্রিজটি যথাযথভাবে নকশানুযায়ী হচ্ছে না বলে প্রশ্ন রয়েছে।

মসনী, কচুয়া