বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, প্রতিনিধিদলের সদস্যরা নির্মূল কমিটির কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তারা যুদ্ধাপরাধীদের বিচার করায় সরকারের আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করেন।
নির্মূল কমিটির নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
রাষ্ট্রপতি হামিদ মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের জন্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভূমিকার প্রশংসা করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।