“যিনি নাস্তিক,
তিনি তো মৃত্যুর পরে জীবনের কথা বিশ্বাস করেন না।
তাই তার ধারণা মতে মৃত্যুর মাধমে সব শেষ।
প্রশ্ন হলো, মরার পরে যখন তিনি দেখবেন যে,
বেহেশত-দোযখ আছে,
মৃত্যুর পর অনন্ত জীবন আছে,
তখন তিনি কী করবেন?
একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ -প্রভৃতি ধর্মের অনুসারী ভাই-বোনদেরও
এই ব্যাপারে চিন্তা করার অনুরোধ রইল যে,
সৃষ্টিকর্তা নিয়ে আপনার ধারণা যখন ভুল প্রমাণিত হবে,
তখন কী করবেন?”
তাদের ইংরেজি গ্রামার বইয়ে এ ধরনের অপ্রাসঙ্গিক, উদ্দেশ্যমূলক এবং সাম্প্রদায়িক বিষয় থাকায় বিষয়টিকে আইনত অপরাধ বলে মনে করছেন কয়েকজন আইনজীবি।