“The Science of Getting Rich”

the science of getting rich

নারীর আহ্বান আমি প্রত্যাখ্যান করেছি
বহুবার, অহেতুক অজুহাতে।
ওরা কেউ ভেবেছে সে খুব সুন্দর নয় বলে,
কেউ ভেবেছে হয়ত সে গুণবতী নয় বলে,
কেউ ভেবেছে আমি অহংকারী,
কেউ ভেবেছে “বোঝে না কিচ্ছু”।
কেউ ভেবেছে ঋজু, শুদ্ধ চৈতন্য।
আমি জানতাম
মানুষ এক্ষেত্রে দুই প্রকার হয় মাত্র-
দরিদ্র আর সম্পদশালী।
আমি দরিদ্র, কপর্দক শূন্য ছিলাম বলে
পরিবর্তে একাকী ঘরে বসে পড়তেছিলাম
“The Science of Getting Rich”


Nijhum Joety