মাছ আর পাখিদের মধ্যে জীবদের উদ্দেশ্য নিয়ে আলোচনা হচ্ছে।
সর্বসম্মতভাবে জীবনের উদ্দেশ্য ঠিক হলো—
নদী পার হওয়া।
মুহূর্তের মধ্যে পাখি উড়ে নদী পার হয়ে ওপার চলে গেল।
যেহেতু মৎসকূল ক্ষমতায়, তাই পাখিদের বিজয়ী ঘোষণা করা হলো না। বলা হলো, সাঁতরে নদী পার হতে হবে।
এক পাখি চিৎকার করে বললো,
জীবনের উদ্দেশ্য কি তাহলে নদী পার হওয়া, নাকি সাঁতরে নদী পার হওয়া?
শাসক মৎস্যকুল এবার ফিসফিস করে বললো,
জীবনের উদ্দেশ্য, যে কোনো মূল্যে তোমাকে হারানো।