Headlines

যদি পারো ।। হাসনা হেনা

যদি পারো

love

যদি পারো

যদি পারো বদলে দাও
একটি গোধূলি বেলার স্তব্ধতা,
কেন এই আলো
আঁধারির নিষ্ঠুর নীরবতা ?

যদি পারো বুঝতে চেষ্টা করো
সময়ের আত্মঘাতি এ খেলায়
কেন কাটলো এদিবস হেলায়,
সময়ের অভিমান কার উপর,
আকাশ, পৃথিবী, বাতাস নাকি মনুষ্য ?
যদি পারো অনুবাদ কর দৃশ্য থেকে অদৃশ্য ।

যদি পারো বুঝতে চেষ্টা কর
পৃথিবীকে তার রহস্যময়তায়,
মানুষকে তার কষ্টের তীব্রতায়।
অন্তরালের মনুষ্য আত্মাকে বুঝ,
মানুষের ভেতরের মানুষটা খোঁজ।

যদি পারো বুঝতে চেষ্টা কর
অসীম উচ্চতার ঐ পাহাড়ের কান্না
ঝরণার ঝর ঝর জল প্রপাতের বন্যা।
কত তৃষ্ণার্তের তীব্র চাওয়া বুকে নিয়ে
নীলে নীলে এত মৌণ মেঘ !
কতটা প্রতিশব্দের নিষ্ঠুরতায় অপ্রত্যাশিত
ভাবে বৃষ্টি হয় আকাশের আবেগ।

যদি পারো বুঝতে চেষ্টা কর
সমুদ্রের উত্তাল জলরাশির গর্জন
কতটা কষ্টে তার এ তর্জন,
কতটা হারালে হয় কতটা অর্জন?

যদি পারো বুঝতে চেষ্টা করো –
ঈষাণ কোণে জমে থাকা মেঘকে
আকাশের বুকে ছড়ানো আবেগকে
কিসের ইঙ্গিত নিয়ে ভাস্যমান?
কেন কখনও অদৃশ্য কখনও দৃশ্যমান ?

যদি পারো বুঝতে চেষ্টা করো
আপন সত্তাকে, বুঝবে এ পৃথিবী
খুঁজতে চেষ্টা করো আঁধারের বুকে
লুকানো আলোর প্রতিচ্ছবি ।
জীবনের বিবর্তন যখন আশাহত
প্রতিশব্দের জগতে কেন প্রতিঘাত?

# হাসনা হেনা