প্রেমের প্রলাপ
আমি তোমার কল্পনার চেয়েও নোংরা
ভাবনার চেয়েও ঢেঢ় বদমাশ
তোমার প্রত্যাশার চেয়েও বেশি সরল
তোমার কামনার চেয়েও পৌরুষেয়।
আমি তোমার অধরের ঢেউ এ বাধ পরিয়ে দিবো,
বালিকা তোমার চোখের নেশায় আগুন জ্বালিয়ে দিবো,
বুকের কাপুঁনিতে পাহাড় চাপা দিবো
জিহ্বার নহরে গরল বইয়ে দিবো।
ভালোবাসা? সেও পাবে, কখনো সারল্যে, কখনো পৌরুষ্যে,
কখনো নরম চোরাবালিতে, কখনো উত্তাল, উন্মাদ সমুদ্রে।
চাঁদনি রাতের মায়াবী জোছনা দিব গালে,
গ্রীষ্মের দ্বিপ্রহরের সূর্যের মতো তেজ্বস্বী প্রেম?
সেও পাবে মধ্য রজনিতে।
নাকের ডগায় আলতো ছুঁয়ে বলবে, “তুমি একটা দুষ্টু।”
এলোকেশে ঢাকা উষ্ণ কাঁধ শিহরিত করবে আমার অধর
আরো একবার তুমি নাগিন হবে আর আমি হবো নাগ,
হাসনাহেনার বনে।
আরো একবার কথা হবে চোখে চোখে
ব্যথা বয়ে যাবে শিরায় শিরায়
দাবানল ছড়িয়ে পড়বে ধমনীতে ধমনীতে।
আমরা তখন সমুদ্রে যাবো
সমুদ্রের নীলে ভর দিয়ে হারিয়ে যাবো
লাজুক অতীতে, রাতের আঁধারে।
ডুববো ভাসবো ফের ডুববো নুরি খোঁজার নেশায়,
গভীর স্নানেও হবে অধর বিনিময়,
তুমি বলবে, “যাহ, দুষ্টু”।
সারাটা দিন কাটিয়ে দিব তোমার কোলে, তোমার আঁচলে,
যতক্ষণ না বাবা খেঁকিয়ে উঠে বলে,
“কীরে হতভাগা আমার সংসার ডুবাবি?”।
আমি ভেসেও যে শুধু তোমারি হবো,
ডুবেও হবো চিরঞ্জীব যদি তুমি ভালোবাসো।
সন্ধে বেলায় ব্যাগটা হাতে ধরিয়ে যখন বাজারে যেতে বলবে
ঘড়িতে যখন তোমার আঁচল আটকে যাবে,
আমি ফিরে তাকাবো ললাটে একে দিতে চুম্বনের ক্ষতচিহ্ন,
তখন তুমি বলবে, “উফ দুষ্টু!”।
রুদ্র রায়হানের জন্ম ৩০ ডিসেম্বর ১৯৯১। বাংলা ১৮ পৌষ। নীলফামারি জেলার, জলঢাকা উপজেলায়। এলাকায় মিলন নামে সমধিক পরিচিত।এস এস সি ও এইচ এস সি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়ন শেষ করে বর্তমানে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আইনের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। লেখালেখির সাথে সখ্য বাল্যকাল থেকেই। তবে কবিতার প্রতি দুর্বলতার জন্যই অবসরে লেখেন কবিতা। প্রথম কাব্যগ্রন্হ -“এক মুঠো আঁধার” প্রকাশিত হয় একুশে বইমেলা ২০১৭ তে।