১
আমি পাগল হয়ে যাচ্ছি,
ভেতরটা উলোট পালোট করে বেরিয়ে আসতে চাইছে একটা দাববরূপী মানব,
ধ্বংস করে দিতে চাইছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
গুড়িয়ে দিতে চাইছে নির্মিয়মান পদ্মা সেতু,
গুড়িয়ে দিতে চায় যাত্রাবড়ি-গুলিস্তান ফ্লাইওভার,
নিম্নমধ্য আয়ের তকমাটা ছিড়ে টুকরো টুকরো করে
ওপরে কলকল করে মুতে দিতে চায়।
দানবটা উসখুস করছে আমার মাঝে এখন,
সচিবালয় থকে সংসদ, দাপিয়ে বেড়াতে চায়,
কোর্ট টাই গুলো ছিড়ে ছিড়ে ফাঁসির দড়ি বানাতে চায়।
২
রাজন হত্যার বিচার চাইতে আমার লজ্জা লাগে,
ঘেন্না লাগে প্রকৃত হত্যাকারীদের কাছে হত্যার বিচার চাইতে,
বন্ধু, আসো, পথে নামি-
বিচার চাইনা ঐসব কুৎসিত দানবদের কাছে,
বিচার চাইনা আর, পারলে বদলে নিতে চাই, বদলে দিতে চাই,
ভেঙ্গে ভেঙ্গে গড়তে হবে, আগে তো ভাঙতে হবে।
৩
রাজনকে হত্যা করেছে ষোলো কোটি মানুষ,
স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও;
কয়জনকে শাস্তি দিবা?
কে কাকে শাস্তি দেবে?
আসো, বদলাই, সমাজটা বদলাও;
জাস্ট মেইক ইট আপ সাইড ডাউন।
৪
এই সমাজে আমিও একজন হত্যাকারী,
ঠিক ঐ রাজনেরও হত্যাকারী;
বন্ধু, তুমিও কি নও?
৫
… … … … …
তবু হাসছে দেখো ওরা;
তবু খেলছে দেখো ওরা;
… … … … …
তবু বলতে হবে, আমরা মানুষ!
তবু মানতে হবে, আমরা মানুষ!
৬
তবু তোমরা বলো এটা মানুষের দেশ!
ইতিবাচক তোমরা আমাকেও ঐসব বাচকতা শেখাতে আসো!
মানুষ কই? আসেপাশে ঘুরে বেড়ায় বন্য কিছু বর্বরেরা।
আমাকেও কেন টানো?
আছে তো কতো কতো …
টকশোতে দেখোনি ওদের?
কত আশা! কত ভালবাসা!!
৭
এদেশের থানা পুলিশ প্রশাসনকে আমি বিশ্বাস করি না,
এক চুলও না।
বন্ধু, এখনো বিশ্বাস রাখতে চায় তোমাতে-
হয়ত সে তুমি আস্তিক বা নাস্তিক,
শিক্ষক, পুলিশ, কমিশনার বা ব্যাংকার,
হয়ত সে তুমি কবি বা দোকানদার;
হয়ত সে তুমি ভবগুরে, বাউল;
হয়ত সে তুমি কিছুই না বা ফাউল।
বন্ধু, এখনো বিশ্বাস রাখতে চাই তোমাতে।
৮
রজানের হত্যার দৃশ্য দেখার সময়
প্রত্যক্ষদর্শীরা বিড়বিড় করে বলেছে,
নিশ্চয়। আল্লাহ্। ধৈর্য্যশীলদের। সাথে। আছেন ।
নিশ্চয়। আল্লাহ্। ধৈর্য্যশীলদের। সাথে। আছেন ।
হত্যাকাণ্ডটি সমাপ্ত হলে ওরা চিৎকার করে বলেছে,
নিশ্চয় আল্লাহ্ ধৈর্য্যশীলদের সাথে আছেন ।
নিশ্চয় আল্লাহ্ ধৈর্য্যশীলদের সাথে আছেন ।
এখন বলছে, যা হয়েছে তা ভালই হয়েছে,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভাল হবে।
তুমি কাঁদছ কেন? তোমার কি হয়েছে?
আবার চিৎকার করে বলছে,
নিশ্চয়ই ঈশ্বর মঙ্গলময়।
নিশ্চয়ই ঈশ্বর মঙ্গলময়।
বিড় বিড় করে বলছে,
নিশ্চয়ই। ঈশ্বর। মঙ্গলময়।
নিশ্চয়ই। ঈশ্বর। মঙ্গলময়।