অভিমানী নিস্তবদ্ধতা
আমারও অভিমানের খেয়া আছে,
আছে বিস্তীর্ণ জলের দখল।
চলে যাবো,
দেখো,
ঠিক চলে যাবো নৈ:শব্দের বৈঠা বেয়ে!
আমারও চন্দ্র আছে,
আছে গ্রহণ মত কৃষ্ণ অভিঘাত।
ঢেকে দেবো,
দেখো একদিন ঢেকে দেব ঠিক
যত মুখর ভালবাসার খুব কলরব।
আমার কেবল নেই একটি জিনিস।
আমার কেবল তোমার মতন
নেই গো সখি
নেই কোন এক গাছের ছায়া।
তুমি অমন বৃক্ষ বলেই
অনেক হেটে একটুখানি জিরোতে যাই
তোমার ছায়ে!
আমার এমন ঘাম ভেজা মুখ কে বা অমন
তোমার মতন
আদর করে মুছিয়ে দেয়
প্রাণ তোয়ালে!
তাইতো আমি ভাসাইনা গো
আমার খেয়া।
চন্দ্রকে আর ঢাকিনা গো
খুব গ্রহণে।
বেলা গড়ায়, বেলা গড়াক।
যাবো না আর কোথাও সখি।
তোমার ছায়ায় সন্ধে নামুক,
সন্ধ্যে নামুক, খুব নীরবে।