Headlines

ভালো থেকো // শাহিদা সুলতানা

Shahida Sultana

ভালো থেকো, সারাদিন—
ভালোবাসা নিয়ে, ভালোবাসা দিয়ে
পাখির কুজনে, অমৃতের গানে
নীল সরোবরে পদ্মের আসনে
সারাদিন ভালো থেকো।

এইসব নষ্ট সময়, এইসব বেসুরো বসতি
বেহাল নগরী, ছিড়ে যাওয়া কক্ষপথ
ধুলো পড়া সুর—
কিছুই রেখো না মনে।

মনে রেখো সেইটুকু দিন
সেইসব কাঁচা আলো, বসন্তের চিলতে সময়
ভালোবাসাময় আনন্দ উত্তাপ
যেটুকু দিয়েছ অথবা পেয়েছো কোনোদিন।

ভালো থেকো সেইসব নিয়ে
সারাদিন সারাবেলা—
সেইসব ভিজে ভিজে কথা, আধচেনা সুর
সেইসব ভালো থাকা আলো নিয়ে
পার হয়ে যেও
আঁধারের বিরান সময়!


শাহিদা সুলতানা

Shahida Sultana