Headlines

শা হ্‌ রি য়া র অ ভি র কবিতা ♣ স্বরূপ আঁধারে

অভি

তোমার মধ্যবিত্ত ভালবাসা ভাল লাগে না আমার 
হাতে হাত রেখে পার হতে চাই না আার চোখ বাঁধা অন্ধকার।

অন্ধ পাখির সাথে দেখা হল না আজও 
একটা বাবুই ঠোঁটে করে ঘর বয়ে আনে 
আমি চোখ বুজে রই।

এই মুহুর্তের ভাবনারা অলস বসে আছে
‌আমার চোখের পাশে পড়ে আছে এক টুকরো জোনাকি।
মুঠো খুলে কেউ রেখে দিলো শিশুতোষ স্বপ্ন রেখা,
যে রেখা বরাবর উঠে গেছে একটা চাঁদ।

আমি এখনও ঘুমাইনি।

এক সকালে দু’হাত ভরে হৃদয় নিয়ে 
আমি বাবুই হয়ে যাই সে ঘরের সন্ধানে।




শা হ্‌ রি য়া র অ ভি     গোপালগঞ্জ