Headlines

গোপন সত্য // দিব্যেন্দু দ্বীপ

শেফালী কর্মকার

ফতোয়া মাথায় নিয়ে

গোপন-নতজানু অভিসার নয়,

প্রেমিক-প্রেমিকারা মিলিত হোক

ঘোষণা দিয়ে–

একে অপরকে উজাড় করে,

প্রেমরসের পূণ্যস্রোতে অবগাহন করে।

মানুষের মধ্যে ঘাপটি মেরে পড়ে থাকা

গোপনে লালায়িত মানুষটি

উম্মচিত হোক

প্রেমিক-প্রেমিকার ছদ্মবেশে দিনদুপুরে।

সমস্ত উদ্যান প্লাবিত হোক

প্রেমিক-প্রেমিকার ওষ্ঠের সুঘ্রাণে।

ভেকধারীর গোপন আস্তানা

ভেঙ্গে পড়ুক অশ্লীল সত্যের আগ্রাসনে।


দিব্যেন্দু দ্বীপ