Headlines

জাতিস্মরের স্মৃতি ।। শাহিদা সুলতানা

Shahida Sultana

তোমাকে ভেবে নেবো

এক জাতিস্মরের স্মৃতি,

অসংখ্য ঘটনা প্রবাহ

যেমন সরে যায়, পূর্ণদৈর্ঘ্য

ছায়াছবির রিলের মত।

কোনো এক জন্মে কোনো চাঁদ সদাগর

বলেছিল বানিজ্য শেষে

এনে দেবে

এক পূর্ণচন্দ্রের রাত,

বোধিসত্বের সিদ্ধার্থ জাতিস্মরের রুপে ফিরে

আসবে আরেক জাতিস্মরের ঘরে

সেই পূণ্যরাতে,

কোন এক অধরা মায়াহরিনীর মন

বশীকৃত হবে অমরত্বের সফল মৃগয়ায়।

সেই থেকে কতো অসংখ্য জন্ম সরে গেছে,

পূর্ণিমার গরল স্রোত কেটে কেটে

বানিজ্যের নৌকা চলে গেছে

কর্ণফুলির ঘাট পেরিয়ে।

আলঝেইমার রোগে ভোগে বলে

চাঁদ সদাগর ক্ষমা পেয়ে গেছে

সময়ের কাছে

উন্মাতাল উল্টো হাওয়ারা

ফিরে গেছে,

অপেক্ষার দরজায়

কড়া না নেড়েই।

এই বিরান জোছনায়

কেউ শৃঙ্খল খুলে বেরিয়ে যায়

দূরের কিনারায়

অনন্ত মুক্তির তৃষ্ণায়,

আর কেউ স্বপ্নের কাছে

পরাজিত হয়ে ফিরে আসে,

সিংহ দুয়ারেই শিকল পরে নেয়

পৃথিবীর সকল প্রেমের

কাছে ক্ষমা চেয়ে।


শাহিদা সুলতানা  

পড়তে পারেন:

গ্রন্থ সমালোচনা: শাহিদা সুলতানার কাব্যগ্রন্থ ‘এক বিষণ্ণ রোববারে’