Headlines

তবু দেখতে পাই

তবু দেখতে পাই

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে 

ছোপ ছোপ রক্তের দাগ দেখতে পাই।

কপটতা, প্রতারণা, নৈরাজ্য

আর নিষঠুরতার রকমফের দেখতে পাই। 

দেখি অন্ধত্ব, অহমিকা

আর অকারণ সব আয়োজন।

বুঝতে পারি না

এর মধ্যে কারো কারো

শুধু ভালো হয়ে

গাব গাছে চিপটে থাকা

শাঁমুকের মতো বেঁচে থাকার

কী প্রয়োজন?

 

ঘাপটি মারা মানুষ এরা,

নির্লজ্জ্ব, নৃশংস 

আর সংকুচিত মানুষ এরা-

হত্যা করে কেড়ে নিতে পারে,

খুন করেই কোর্মা পোলাউ খেতে পারে,

তবু তো মানুষ এরা!

 

সর্বপ্রকার অবিচার,

শেষতক বিচারকের অবিচার,

তবু বলতে হয় দেশ ভালো,

বাংলা ভালো!

এই বেশ ভালো-

ভালো আচি! ভালো আচি! ভালো আচি!

 

দেখতে পাই বলে চোখ বুঝে রই,

তবু দেখতে পাই! তবু দেখতে পাই!

 

ঘরে বাইরে দেখতে পাই,

প্রিয়তমা, তোমাকেও ঠিক দেখতে পাই।


দিব্যেন্দু দ্বীপ