প্রিয়তম, তুমি ফুরিয়ে যাবে নাতো?

শামীমা নূর

নোঙ্গর ফেলেছি তোমাতে

একটু জিরিয়ে নেব ভেবে।

ডুবে যাচ্ছে নোঙ্গর, ডুবে যাচ্ছি আমি!

এত অতল তুমি?

আমি জানি না

এ হৃদস্পন্দনের কোনো মূল্য আছে কিনা,

তুমি কি জানো? মূল্য দেবে কি কিছু আমায় শেষে?

তুমি কি জানো

কত রাত নির্ঘুম কাটে তোমায় পাব ভেবে?

নির্ঘুম, তবু জেগে উঠতে হয় ঘোর ভেঙ্গে!

তুমি কি জানো? কখনো কি তোমায় পাবো?

তুমি দেখনি তোমাকে আমি দেখেছি যত,

তুমি দেখনি তোমাকে আমার মত।

পায়নি তোমকে কেউ তেমন, আমি যদি পাই,

তুমি নাই, তবু তুমি আমাতে এতটুকু নাই!

প্রিয়তম, আমি তো বড় হচ্ছি ঠিকই,

তুমি যে বুড়ো হচ্ছ!

তুমি ফুরিয়ে যাবে নাতো

যখন আমি তোমার যোগ্য হব?


দিব্যেন্দিু দ্বীপ