Headlines

বঙ্গবন্ধু মরে না, মহাবিশ্ব মরে

মেঘেদের দল

মুজিব একটা পাগল,

মানুষের জন্য পাগল!

পরিকল্পনা, পরিচর্যা,

ত্যাগ, অধ্যবসায়, দৃঢ় প্রত্যয়;

প্রকৃতির সাথে পরিণয়,

মানুষের জন্য অবিরাম,

মানুষের জন্য অক্লান্ত–

সে মুজিব বঙ্গবন্ধু,

সে মুজিব মহামানব,

সে মুজিব মরে না,

বরং মহাবিশ্ব মরে।

মানুষের গল্প বলেছে সে,

মানুষের জন্য লড়েছে,

মানুষের জন্য কারাবরণ করেছে,

তাতেই হয়েছে নতুন সকাল,

থমকে দাঁড়িয়েছিল মহাকাল।

বর্বরেরা বারবার মরেছে

এখনও নানান বেশে,

মুজিব চীরকাল বেঁচে আছে হেসে।

বেঁচে আছে বিশাল হৃদয়,

বেঁচে আছে মানুষের ভবিষ্যৎ।

ওরা অমানুষ

যারা এখনও মৌনে

হত্যকারীদের পক্ষ নিয়ে দিতে চায় কৈফিয়ত।

… … … … … …  … … …  … … …  … … …  … … …  … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … … …

বঙ্গবন্ধুকে নিয়ে দিব্যেন্দু দ্বীপের কবিতা সংকলন থেকে সংগৃহীত।