শাহিদা সুলতানার কবিতা: অন্তর্লীন বেদনায় জীবনের গান

শাহিদা সুলতানা

 

 

   দিগন্ত রেখায় আনমনে হেঁটে যেতে যেতে

   যদি কোনো দিন মিলিয়ে যাই সেই দূর্লভ অন্ধকারে

   আমাকে ডেকো না যেন আর এই পিছনের পথে 

   অলিন্দে যেওনা রেখে কোনো প্রজ্জ্বলিত মোমবাতি

   ফুলের তোড়ায় বাধা কোনো অবসন্ন চিরকুট।

   এক বিলীন সমূদ্রের কাছে, এক আদিগন্ত মাঠের কাছে

   এক মায়াময় আকাশলীনার কাছে

   কতটা মূল্য এই তুচ্ছ স্মরণিকার—

   পৃথিবীতে একদিন সব কিছু ঢেকে যায় ধুলোর চাদরে

   বিষন্ন দূরত্বে একদিন চাপা পড়ে

   সব গ্লানি, অভিমান, ক্ষোভ, হৃদয়ের ছোট ছোট ক্ষত।

   ঝড়ের প্রকোপ শেষ হয়ে এলে

   ভেবে নিও আমিও তলিয়ে গেছি

   পাড় ভাঙ্গা মেঘনায়

   পিতৃপুরুষের প্রিয় ভিটেবাড়ির মতো।


শাহিদা সুলতানা

Shahida Sultana