Headlines

কুইটো শহরে ৯০ ডিগ্রি তাপমাত্রায় পানি ফোটে

ইকুয়েডর
ইকুয়েডর

• দেশটির মধ্য দিয়ে ইকুয়েটর (equetor) লাইন অতিক্রম করায় দেশটির নাম হয়েছে ইকুয়েডর।
• ইকুয়েডর-এর লোকসংখ্যা দেড় কোটির মত।
• ইকুয়েডর-এর রাজধানী কুইটো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত।
• বেশিরভাগ লোক স্প্যানিশ ভাষায় কথা বলে।
• ইকুয়েডর-এর জাতীয় ফুল গোলাপ।
• মুদ্রা হিসেবে আমেরিকান ডলার ব্যবহৃত হয়।
• দুই লক্ষ বায়াত্তর হাজার পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার।
• উচ্চতার কারণে কুইটো শহরে ৯০ ডিগ্রি তাপমাত্রায় পানি ফোটে।
• কোটাপাক্সি পৃথিবীর সবচে তীব্র জীবন্ত আগ্নেয়গিরি।
• বিখ্যাত গ্যালাপাগস দ্বীপটি ইকুয়েডর-এর মালিকানাধীন।
• ইকুয়েডর এমন একটি দেশ যেখানে ৫০০০ মিটারের বেশি উচ্চতার পর্বত রয়েছে দশটি।
• মাউন্ট চিমবোরাজো ইকুয়েডরের সরবচ্চ শৃঙ্গ। কেন্দ্রবিন্দু থেকে হিসেব করলে ৬,২৬৮ মিটার উচ্চতার এই শৃঙ্গটি পৃথিবীর মধ্যেও সরবচ্চ।
• ইকুয়েডর অর্কিডের দেশ ৪০০০-এর উপরে অর্কিডের প্রজাতি রয়েছে সেখানে।
• ইকুয়েডরে প্রচুর হামিং বার্ড পাওয়া যায়।
• ১৬০০-এর উপর পাখি প্রজাতি রয়েছে ইকুয়েডরে। এই সংখ্যা নর্থ আমেরিকা, ইউরোপ অথবা সমগ্র অস্ট্রেলিয়ার চেয়ে বেশি। অর্থাৎ শুধু ইকুয়েডরে পাখি
• প্রজাতির যে সংখ্যা রয়েছে সমগ্র ইউরোপেও তা নেই।
• পৃথিবীতে তিন প্রজাতির ভ্যাম্পায়ার বাদুর রয়েছে, সবগুলো প্রজাতি ইকুয়েডরে পাওয়া যায়।
• পৃথিবীতে সবচে বেশি কলা উৎপাদন এবং রপ্তানি করে ইকুয়েডর।
• ইকুয়েডরে ভিল্কাবাম্বা নামে একটি গ্রাম রয়েছে, এটিকে দীর্ঘায়ু উপত্যকা বলা হয়। শতবর্ষী, এমনকি ১২০ থেকে ১৩০ বছর বয়সের অনেক লোক এই গ্রামে পাওয়া যায়।
• ইকুয়েডরে ২৫০০০-এর উপর উদ্ভিদ প্রজাতি রয়েছে যা পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির দশ ভাগ।
• চিলি এবং ইকুয়েডরের ব্রাজিলের সাথে সীমানা নেই, দক্ষিণ আমেরিকার অন্য সকল দেশের সাথে ব্রাজিলের সীমানা রয়েছে।