হিমালয় কন্যা নেপাল

follow-upnews
0 0

1

নেপাল হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশিয় দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। প্রচলিত মত অনুযায়ী ‘নেপাল’ শব্দের অর্থ পবিত্র গুহা। এর শতকরা ৮০ ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরুপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়; সর্বত্রই এই বৈচিত্রের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টি ই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত।

নেপালের আয়তস প্রায় বাংলাদেশের সমান, যা ১,৪৭,১৮১ বর্গ কিলো মিটার। নেপালের ভূ-প্রকৃতি অত্যন্ত বৈচিত্রপূর্ণ। পর্বত, পাহাড়ী উঁচু ভূমি এবং সমতল -এই তিনভাগে নেপালের ভূতল বিভক্ত। সমতল ভূমিকে নেপালী ভাষায় তরাই বলে।
নেপালের জনসংখ্যা তিনকোটির মত। বেশিরভাগ মানুষ বাস করে দেশের মধ্যভাগে। উত্তরের পার্বত্য অঞ্চল জনবিরল। রাজধানী কাঠমান্ডুতে বাস করে পাঁচ লক্ষাধিক লোক। নেপালের ৬০% লোক নেপালী ভাষায় কথা বলা। ইংরেজি সেখানে দ্বিতীয় ভাষা।

নেপালে হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির মিশ্রণ পরিলক্ষিত হয়। নেপালিরা সাধরণত ভাত-ডাল-তরকারী এবং সাথে আচার খায়।

নেপালে সাপ্তাহিক ছুটির দিন শনিবার।
২০০৮ সাল থেকে নেপালের রাজনীতি একটি বহুদলীয় প্রজাতন্ত্রের কাঠামোতে সংঘটিত হয়। প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। আইনসভার উপর আইন প্রণয়নের দায়িত্ব ন্যস্ত। বর্তমানে রাম বরণ যাদব নেপালের রাষ্ট্রপতি এবং মাধব কুমার নেপাল প্রধানমন্ত্রী।

Next Post

তসলিমা নাসরিনরা ফিরবেন নিজের দেশে // অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

গোটা পৃথিবী জুড়ে সর্বমোট জনসংখ্যা ৭.২৮ (7.28 billion people as of January 2015) বিলিয়ন। এই ৭.২৮ বিলিয়ন জনসংখ্যার মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী ২.২ বিলিয়ন (2.2 billion), ইসলাম ধর্মাবলম্বী ১.৮ বিলিয়ন (1.8 billion), ধর্মহীন মানুষ ১.১ বিলিয়ন (1.1 billion),  হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী ১ বিলিয়ন (1 billion), বৌদ্ধ ধর্মাবলম্বী ৩৭৬ মিলিয়ন ইত্যাদি। […]
Taslima Nasrin