আমি বিশ্বাস করি না যে প্রার্থনা শান্তিপূর্ণ সমাজ, শান্তিপূর্ণ বিশ্ব নিয়ে আসে! —দালাই লামা
আমি একজন বৌদ্ধ। আমার দৈনন্দিন অনুশীলনে কিছু প্রার্থনাও রয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি না যে, প্রার্থনা শান্তিপূর্ণ সমাজ, শান্তিপূর্ণ বিশ্ব নিয়ে আসে।
হাজার হাজার বছর আমরা প্রার্থনা, প্রার্থনা, আর প্রার্থনা করে আসছি। কিছুই ঘটেনি। তাই এখন আমাদের বাস্তববাদী হতে হবে। আমি প্রায়শই মানুষকে বলে থাকি, আপনারা যদি যিশু ও বুদ্ধকে দেখার সুযোগ পান এবং তাঁদেরকে বলেন, অনুগ্রহ করে এই গ্রহের শান্তি আনুন, তাহলে অবশ্যই তাঁরা বলবেন, “কারা সহিংসতা সৃষ্টি করে?
সহিংসতা যদি ঈশ্বরের দ্বারা সৃষ্ট হয়ে থাকে, তাহলে হ্যাঁ, এ ব্যাপারে ঈশ্বরের নিকট আবেদন করা প্রাসঙ্গিক।” কিন্তু, সহিংসতা আমরা সৃষ্টি করেছি! সুতরাং, আমি অবশ্যই মনে করি, বুদ্ধ এবং যীশু আমাদের বলবেন, “তোমরা সহিংসতা সৃষ্টি করেছো, তাই এটি সমাধানের দায়িত্ব তোমাদের।”
https://www.facebook.com/bn.adhikary/videos/10217477150187013/?t=12
সৌজন্যে