Headlines

ধর্মাবমাননার অভিযোগে পাকিস্তানে শ্রীলঙ্কান কর্মকর্তাকে পুড়িয়ে হত্যা

Srilankan Killed In Pakistan

শিয়ালকোটের পুলিশপ্রধান আরমাগান গোন্ডাল বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, হত্যার আগে প্রিয়ান্থা কুমারার বিরুদ্ধে হজরত মুহম্মদের (স.) নামসংবলিত একটি পোস্টার অবমাননার অভিযোগ তুলেছিল শ্রমিকরা। কারখানার ভেতরেই নির্যাতনে হত্যার শিকার হন তিনি। পরে তার মরদেহ পুড়িয়ে দেয়া হয়।

ইসলাম ধর্মের নবী হজরত মুহম্মদকে (স.) অবমাননার অভিযোগে পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটের এক কারখানার শ্রীলঙ্কান কর্মকর্তাকে নির্যাতনের পর পুড়িয়ে হত্যা করেছে শ্রমিকরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে শিয়ালকোটের ওয়াজিরাবাদ সড়কে এ ঘটনা ঘটে। প্রিয়ান্থা কুমারা নামে ওই শ্রীলঙ্কান কারখানাটির রপ্তানিবিষয়ক কর্মকর্তা ছিলেন।

শিয়ালকোটের পুলিশপ্রধান আরমাগান গোন্ডাল বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, হত্যার আগে প্রিয়ান্থা কুমারার বিরুদ্ধে হজরত মুহম্মদের (স.) নামসংবলিত একটি পোস্টার অবমাননার অভিযোগ তুলেছিল শ্রমিকরা। কারখানার ভেতরেই নির্যাতনে হত্যার শিকার হন তিনি। পরে তার মরদেহ পুড়িয়ে দেয়া হয়।

ইসলাম ধর্মের নবী হজরত মুহম্মদকে (স.) অবমাননার অভিযোগে পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটের এক কারখানার শ্রীলঙ্কান কর্মকর্তাকে নির্যাতনের পর পুড়িয়ে হত্যা করেছে শ্রমিকরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে শিয়ালকোটের ওয়াজিরাবাদ সড়কে এ ঘটনা ঘটে। প্রিয়ান্থা কুমারা নামে ওই শ্রীলঙ্কান কারখানাটির রপ্তানিবিষয়ক কর্মকর্তা ছিলেন।

শিয়ালকোটের পুলিশপ্রধান আরমাগান গোন্ডাল বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, হত্যার আগে প্রিয়ান্থা কুমারার বিরুদ্ধে হজরত মুহম্মদের (স.) নামসংবলিত একটি পোস্টার অবমাননার অভিযোগ তুলেছিল শ্রমিকরা। কারখানার ভেতরেই নির্যাতনে হত্যার শিকার হন তিনি। পরে তার মরদেহ পুড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় শুক্রবার রাত ৮টা পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন পাঞ্জাব সরকারের মুখপাত্র হাসান খাওয়ার।

শিয়ালকোটের আরেক পুলিশ কর্মকর্তা সাইদ মালিক জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে এক টুইট বার্তায় শিয়ালকোট হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।Srilankan Killed In Pakistan

খবর: নিউজবাংলা