Headlines

বিশ্বকাপের দেশ : কোস্টারিকা

সূত্র : http://www.tripadvisor.com
সূত্র : http://www.tripadvisor.com

• কোস্টারিকা নামের অর্থটা চমৎকার, সমৃদ্ধ সৈকত।
• ১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
• ১৯৪৯ সালে সেনাবাহিনী বিলুপ্ত করে দেশটি।
• জনসংখ্যা পঞ্চাশ লক্ষের ম।
• আয়তনে বাংলাদেশের তিন ভাগের এক ভাগ।

সূত্র  : https://www.google.com.bd
সূত্র : https://www.google.com.bd

• ছোট্ট এই দেশটিতে আটশো মাইল সমুদ্র সৈকত রয়েছে।
• পৃথিবীর মাত্র .০৩% দখল করে আছে কোস্টারিকা, কিন্তু জীববৈচিত্র উপহার দিয়েছে ৫%।
• সেখানে ১৩০ প্রজাতির মাছ আছে, সরীসৃপ আছে ২২০ প্রজাতির, ১,০০০ রকমের প্রজাপতি আছে কোস্টারিকায়। ৯০০০ প্রজাতির উদ্ভিদ, ২০,০০০ প্রজাতির মাকড়শা আছে, পোকামাকড় আছে ৭,৫০,০০০ প্রজাতির।
• শুকনোকাল এবং বর্ষাকাল –এই দুটো কাল আছে কোস্টারিকায়।
• গড় আয়ু ৭৭ বছর, যা পৃথিবীর শীর্ষ দশ দেশের মধ্যে।
• বর্তমান রাষ্ট্রপ্রধান মহিলা- লরা ছিলছিলা। ৪ বছর পর পর নির্বাচন হয়।
• শিক্ষার হার ৯৬%। বেতারের মাধ্যমে দুরগম-গ্রাম এলাকার শিশুদের শিক্ষার ব্যাবস্থা করা হয়।
• দিন মজুরের দৈনিক আয় ১০ ডলার। মধ্য আমেরিকার মধ্যে এটি সরবচ্চ।
• কোস্টারিকানরা সকালে ‘গেলো পিনটও’ –এটি ভাতের সাথে শিম বিচি মিশ্রিত এক ধরনের খাবার।
• কোস্টারিকান পুরুষদের টিকোস এবং মহিলাদের টিকাস বলা হয়।
• কোস্টারিকার নিজস্ব মুদ্রা কোলন তবে ইউএস ডলার দিয়েও কেনা-বেচা করা যায়।
• অনেক আমেরিকান বৃদ্ধ বয়সে কোস্টারিকায় গিয়ে বসবাস করে।