Headlines

যে রেস্টুরেন্টে নগ্ন হলে ফ্রি খাওয়া যায়

১
চলতি সপ্তাহে চালু হওয়া বার্লিনের এই রেস্তোরাঁয় এক দম্পতি ফ্রি খাচ্ছেন।

‘ব্লাক ক্যাট’ নামের এই রেস্টুরেন্টে পরিচারিকারাও নগ্ন দেহে খাবার পরিবেশন করেন।

২
স্থানীয় দুইজন মডেল পরিচারিকা সেজে খাবার পরিবেশন করছেন।

ফ্রি খাওয়ার জন্যে কাস্টমাররা সবাই নগ্ন না হলেও পরিচারিকাদের অবস্থা একই থাকছে।

২

পুরো নগ্ন না হলেও আংশিক নগ্নতার জন্য কিছু ফ্রি ড্রিংকস্ আপনি আশা করতেই পারেন।

১

রেস্টুরেন্টটির একজন শেইফ কার্ল কিনসি, ৩৭, মনে করেন নগ্নতাও শিল্প হয়ে উঠতে পারি যদি আমরা তা উপভোগ করতে শিখি।

সূত্র: দ্যা ডেইলি মিরর।