স্প্যানিশ ভাষা শিক্ষা: লেসন-২

follow-upnews
0 0

স্পেনিশ শেখার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ লেসন তৈরি করে দিলাম, আশা করি আগ্রহীদের কাজে লাগবে।

নিচের শব্দগুলো এবং বাক্য শিখুন, আপনার স্পেনিশ লার্নিং এক ধাপ এগিয়ে যাবে।
1. el / la (def. art.) the
* “la mujer…….”or “el hombre অর্থ “The man …. The woman
el বসে masculine এর পূর্বে, la বসে feminine এর পূর্বে।

2. de (prep.) of, from
* ¿De Dónde Eres? অর্থ Where are you from?
Dónde অর্থ Where, Eres অর্থ you are

স্পেনিশে একটি শব্দ দিয়ে অনেকখানি বুঝতে হয় । যেমন, Vives অর্থ do you live, অর্থাৎ verb এবং helping verb একসাথে রয়েছে।
যদি বলা হয় ¿Dónde Vives? তাহলে অর্থ হয় Where do you live?

3. que (pronoun)
(as interrogative)
a. what
¿Qué estás haciendo?What are you doing?
¿Qué hora es?What time is it?

‘que’ বিভিন্ন রূপে, এমনকি conjunction হিসেবেও ব্যবহৃত হতে পারে। নিচে গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার দেওয়া হল:
por qué
why

¿Qué pasó?
What happened?

¿Qué estás haciendo?
What are you doing?

qué lástima
what a shame

¡Qué va!
Come on!

qué bueno
that’s nice

qué bien
that’s great

¿Qué tienes?
What do you have?

qué rico
how delicious, how lovely

¿Qué hiciste?
What did you do? hiciste = did

¿Qué tiempo hace hoy?
What’s the weather like today?

¿Qué onda?
What’s up?

¿Qué edad tienes?
How old are you?

qué lindo
how lovely

¿Qué hay de nuevo?
What’s new?

¿A qué te dedicas?
What do you do for a living?

¿Qué hora es?
What time is it?

Hola, ¿qué tal?
Hi, how are you?

¿Qué dices?
What are you saying?, What do you think?

no hay de qué
don’t mention it

4. y (conj.) and
Ven y siéntate.অর্থ Come and sit down.

5. a (prep.) to, at
Me voy a la escuela. অর্থ I am going to school.
“to school” স্পেনিশে হবে a la escuela
Me voy অরর্থ I am going
going এর স্পেনিস টার্ম হচ্ছে yendo
কিন্তু যখন I am going বলা হচ্ছে, তখন বলতে হচ্ছে Me voy, কারণ Me yendo বললে অর্থ হয় I going.

6. en (prep.) in, on
Estoy en el aeropuerto ahora. অর্থ I am in airport now.
পূর্বের বাক্যে দেখলাম, I am going = Me voy
কিন্তু এখানে I am = Estoy
কারণ হচ্ছে, voy = am going, এবং Estoy = I am, Me = I
আবার Soy = I am, তাহলে Soy এবং Estoy ব্যবহারে পার্থক্য করা যাবে কীভাবে?
পার্থক্য আছে। যেমন, যদি বলতে হয় I am Dibbendu. স্পেনিসে তা হবে Soy Dibbendu.
অন্যভাবে পরিষ্কার করা যাক। ধরা যাক, বল হল Estoy feliz. এর অর্থ কী হবে? এর অর্থ হবে I am happy now. কিন্তু যদি বলা হয় Soy feliz. তাহলে অর্থ কী হবে? তাহলে অর্থ হবে, I am happy.
অর্থাৎ Generally কিছু বললে Soy ব্যবহার করতে হবে, এবং ক্ষণিকের জন্য হলে Estoy.

মজার বিষয় হচ্ছে, যদি কাউকে প্রশ্ন করা হয় Are you happy? তাহলে স্পেনিসে তা হবে, ¿Estás feliz?
খেয়াল করুণ- Estoy পরিবর্তন হয়ে শুধু Estás হয়েছে। অর্থাৎ, Estás অর্থ “you are” “are you”

7. un (indef. art.) a, an
un বসে masculine এর পূর্বে, এবং una বসে feminie এর পূর্বে।যেমন,
• un hombre/coche a man/car
• una mujer/mesa a woman/table
• una hora an hour

8. ser (verb) to be
ser (masculine) একটি Conjugation মূলত।
usted es You (formal) are
nosotros somos We are
vosotros sois You all (informal) are
ellos/ellas son They are

লিস্টের বাম পাশে যেগুলো এগুলো ser (verb), এরকম আরো অনেক রয়েছে।
নিচে কিছু sentence গঠন করে দেখানো হল:
Yo soy de España (I am from Spain.)
Tú eres joven. (You are young.)
Ella es profesora. (She is a teacher.)
Nosotros somos de Nueva Zelanda. (We are from New Zealand.)
Ustedes son muy inteligentes. (You are all very intelligent.)

9. se (pron.) -self, oneself [reflexive marker]
টি স্পেনিসে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। প্রথমে অত ব্যবহার জানা সম্ভব নয়। তাই বেশি ব্যবহার হয় এমন ক্ষেত্রগুলো দেখানো হল।
As a reflexive pronoun: This is its most common use.
Examples: Pablo se ve por el espejo. (Pablo sees himself using the mirror.)
Los padres no pueden oírse. (The parents can’t hear themselves.)
Rebecca se perjudica por fumar. (Rebecca is hurting herself by smoking.)
Benjamín Franklin se levantaba temprano. (Benjamin Franklin got up early.)
Se comió los tacos. (He ate up the tacos.)

10. no (adv.) noস্প্যানিশ ভাষা শিক্ষা: লেসন-২
মনে রাখতে হবে স্পেনিসে not, don’t, didn’t, doesn’t সবই শুধু no দিয়ে প্রকাশ করা হয়।
যেমন, Él no comprende el libro. অর্থ He doesn’t understand the book.
¿Por qué no estudiabas? (Why didn’t you study?)
Por qué = why.

Next Post

যে রেস্টুরেন্টে নগ্ন হলে ফ্রি খাওয়া যায়

‘ব্লাক ক্যাট’ নামের এই রেস্টুরেন্টে পরিচারিকারাও নগ্ন দেহে খাবার পরিবেশন করেন। ফ্রি খাওয়ার জন্যে কাস্টমাররা সবাই নগ্ন না হলেও পরিচারিকাদের অবস্থা একই থাকছে। পুরো নগ্ন না হলেও আংশিক নগ্নতার জন্য কিছু ফ্রি ড্রিংকস্ আপনি আশা করতেই পারেন। রেস্টুরেন্টটির একজন শেইফ কার্ল কিনসি, ৩৭, মনে করেন নগ্নতাও শিল্প হয়ে উঠতে পারি […]