Headlines

সত্যিই কি ইঁদুরটি সাবান মেখে গোছল করেছে? ভিডিওটি দেখুন …

rat bath

রবিবার (২৮.০১.২০১৮) ফেসবুকে ভিডিওটি আপলোড করা হয়৷ ডিজে জোসে কোরেয়া নামে পেরুর এক ব্যক্তি ‘আকাসো’ নামের এক ফেসবুক পাতায় ভিডিওটি আপলোড করেন৷ ভিডিও দেখে প্রথমে মনে হবে, একটি ইঁদুর মানুষের মতো সাবান মেখে গোসল করছে৷

কিন্তু আসলে এটি ইঁদুর নয় বলে নিউজউইক ম্যাগাজিনকে জানিয়েছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ডালাস ক্রেন্টজেল৷ ইঁদুর জাতীয় বিভিন্ন প্রাণী নিয়ে কাজ করা এই বিজ্ঞানী বলেন, ভিডিওতে যে প্রাণীটকে দেখা যাচ্ছে সেটি আসলে প্যানাকারা৷ সাধারণত তাদের দক্ষিণ অ্যামেরিকায় পাওয়া যায়৷ সাধারণ ইঁদুরের চেয়ে তাদের মাথা হয় বড়, আর লেজ হয় ছোট৷


সূত্র: DW