নিয়োগ বিজ্ঞপ্তি: ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের জন্য কম্পিউটার অপারেটর আবশ্যক

ফলোআপ নিউজ

কিউএন্ডসি রিসার্স এন্ড আইটি তে নিয়োগ

পদের সংখ্যা: ৬, আবেদনের (সাক্ষাতের) শেষ তারিখ: ২৬ মার্চ ২০২১, বয়স: ২২ থেকে ৪০ বছর। 

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে বিএ পাস/কম্পিউটারে অনার্স/ডিপ্লোমা

আর যা যা অবশ্যই জানা থাকা লাগবে:

§ কম্পিউটার লিটারেসি — এমএস ওয়ার্ড, ইলাসট্রেটর, পাওয়া পয়েন্ট ইত্যাদি সফট্ওয়্যারের কাজ;

§ গ্রাফিকস্ ডিজাইনে দক্ষ হতে হবে;

§ ওয়েবসাইট ডিজাইন জানতে হবে (স্ট্যাটিক এবং ডায়নামিক);

§ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে হবে;

§ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার, ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার -ইত্যাদি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে; 

§ কোনো প্রতিষ্ঠানে কাজ করার কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

§ ইংরেজিতে মোটামুটি দক্ষতা থাকা আবশ্যক;

§ প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্স করা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে;

যোগাযোগ: ফলোআপ নিউজ/কিউ এন্ড সি রিসার্স

০১৮৪ ৬৯৭৩২৩২

(বুধ থেকে শুক্রবার ইন্টারভিউ নেওয়া হবে)

ফোন করে সিভি নিয়ে হাজির হতে হবে। (কোনো টিএডিএ প্রদান করা হবে না, দূর থেকে (ঢাকার বাইরে থেকে) আসলে থাকা খাওয়া নিজ দায়িত্বে বহন করতে হবে।)

ফলোআপ নিউজ