ফেসবুক পেজে প্রায় দুই কোটি ফলোয়ার নিয়েও ভালো রিচ পাচ্ছে না প্রথম আলো

follow-upnews
0 0

ফেসবুক পেজে প্রায় দুই কোটি ফলোয়ার নিয়েও রিচ পাচ্ছে না প্রথম আলো। ফলে তারা এখন ছটফট করছে। নিম্নমানের খবর প্রচার করে চেষ্টা করছে রিচ বাড়ানোর, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। প্রথম আলো পেজে গিয়ে দেখা যায়— সর্বশেষ একশোটি পোস্টের মধ্যে কোনো মৌলিক প্রতিবেদন বা লেখা নেই, পক্ষান্তরে রয়েছে বিভিন্ন ধরনের আজেবাজে খবর, কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছে না। প্রশ্ন হচ্ছে— কেন মানুষ প্রথম আলো থেকে হঠাৎ করে মুখ ফিরিয়ে নিলো?

প্রথম আলোর পেজ থেকে নেওয়া কয়েকটি খবরের স্ক্রিনশট:

সাকিব
এ ধরনের আলতু ফালতু পোস্ট করেও তারা পেজে এনগেজমেন্ট বাড়াতে পারছে না।
প্রথম আলো
গত বিশ ঘণ্টায় তাদের সবচেয়ে বেশি এনগেজনেমন্ট পাওয়া পোস্ট ছিলো এটি।

 

যাচ্ছেতাই
তাদের এ ধরনের পোস্টও খুব বেশি এনগেজমেন্ট পাচ্ছে না।
প্রথম আলো
জায়েদ খানকে নিয়ে দশ ঘণ্টার ব্যবধানে পোস্ট আছে দু‘টি।

 

প্রথম আলো
প্রায় একই শিরোনামে পরপর দু’টি পোস্ট। এটাই প্রমাণ করে যে, প্রথম আলো নামতে নামতে কোথায় নেমেছে।
প্রথম আলো
জামায়াত নিয়ে পোস্ট করলে দেখা যাচ্ছে যে, সেখানে বেশিরভাগ কমেন্টই পজেটিভ।
প্রথম আলো
পেজে তারা বিজ্ঞাপনও পোস্ট করছে। কিন্তু এনগেজমেন্ট খুবই কম।
প্রথম আলো
ইসলামিক কনটেন্টে তুলনামূলক একটু বেশি এনগেজমেন্ট পাচ্ছে তারা।
প্রথম আলো
নায়িকা এবং মডেলদের নিয়ে কিছুক্ষণ পরপর তারা পোস্ট করতেই থাকে।
Next Post

তৈরি পোশাক নির্ভর রপ্তানি আয় থেকে বের হতে পারাটাই এখন বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ

২০২০-২১ অর্থবছরে বিশ্বের ২০৩টি দেশে ৭৫১টি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এতে ৩৮ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৬৯০ কোটি ডলার আয় হয়েছে। গত ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি হয়েছে ৫ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। যদিও সরকার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো ৫ হাজার ৮০০ […]
রপ্তানি বাণিজ্য