মোবাইল ফোনের মজার তথ্যগুলো

0 0

আসুন সেলফোন বা মোবাইল ফোনের কিছু মজার তথ্য জেনে রাখি

মোবাইল ফোন তথ্য

  • আপনার বর্তমান মোবাইল ফোনটির কম্পিউটিং ক্ষমতা, চন্দ্রাভিজানে “এপলো ইলেভেন”-এ ব্যবহৃত কম্পিউটার গুলোর চেয়ে বেশী।
  • যুক্তরাষ্ট্রের বাজারে ১৯৮৩ সালে প্রথম যে ফোনগুলো আসে, সেগুলোর প্রতিটির বিক্রয় মূল্য ধরা হয়েছিলো ৪০০০ মার্কিন ডলার।
  • নিয়মিত ব্যবহৃত মোবাইল ফোনে, শৌচাগারের হাতলের চেয়ে কমপক্ষে ১৮ গুন বেশী ব্যাকটেরিয়া থাকে।
  • মোবাইল ফোনের রেডিয়েশন অনিদ্রা, মাথাব্যাথা আর হতভম্ভ রোগের কারণ।
  • মটরোলার সাবেক আবিস্কারক মার্টিন কুপার ১৯৭৩ সালে প্রথম মোবাইল ফোনকলটি করেছিলেন।
  • মোবাইল ফোন হারানো বা নেটওয়ার্ক সিগনাল না থাকার আশংকার নাম নোমোফোবিয়া।
  • মোবাইল ফোন শিল্প বর্তমান সময়ের সবচেয়ে ক্রমবর্ধমান শিল্প।
  • ২০১১ সালের গিনেস বিশ্ব রেকর্ড অনুসারে, Sonim XP3300 Force হলো সবচেয়ে শক্তপোক্ত মোবাইল ফোন, যা ৮২ ফুট ১১.৬৭ ইঞ্চি উচ্চতা থেকে কংক্রিটের উপর পতিত হয়েও সম্পূর্ণ কর্মক্ষম ছিলো।
  • বর্তমানে পৃথিবীর মোট মোবাইল ফোন ইউজার সংখ্যা, মোট শৌচাগার ইউজারের তুলনায় বেশী।
  • পৃথিবীতে এখন মোট মোবাইল ফোন সেটের সংখ্যা, মোট PC অর্থাৎ ব্যক্তিগত কম্পিউটারের চেয়ে অনেক বেশী।

আরো অনেক মজার তথ্য জানতে ফলোআপনিউজ ডট কমের সাথেই থাকুন। ধন্যবাদ!

Next Post

মানুষের শরীরের কিছু চমৎকার তথ্য

মানুষের শরীর এক বিস্ময়কর সৃষ্টি, আসুন এর কিছু চমৎকার তথ্য যেনে নেওয়া যাক আমাদের দেহের লাল রক্ত কনিকা গড়ে ১২০ দিনের মত বাঁচে। শারীরিক অবস্থা ভেদে পার্থক্য হলেও, সুস্থ্য অবস্থায় সাধারনত আমাদের শরীরে প্রতি সেকেন্ডে গড়ে ২ মিলিয়ন লাল রক্ত কনিকা জন্মে। হাড়ের লাল মজ্জাই এই উৎপাদনের মূল জোগান দেয়। […]
মানুষের শরীর