সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘বিল্ড ফর নেশন’ এর কার্যক্রম সম্পর্কে জানতে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকার সংগঠনটির সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করেন। ৪/১২/২০১৮ তারিখে গোপালগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়।
সভা থেকে জেলা প্রশাসক মহোদয় সংগঠনটির সার্বিক কার্যক্রম, পরিকল্পনা এবং প্রতিশ্রুতির বিষয়ে জানতে পারেন। সভায় জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মহোদয় এবং সংগঠনটির নবীন প্রবীণ সংগঠক, সদস্যা, কলা কুশলী সহ কয়েকজন শুভানুধ্যায়ীও উপস্থিত ছিলেন। শুভানুুধ্যায়ী হিসেবে বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক শিবু প্রসাদ বসু উপস্থিত ছিলেন।
সংগঠনের বিভিন্ন বিভাগ নিয়ে কাজ করেন বিভিন্ন কর্মকুশলী লেখক-শিল্পী, প্রত্যেকে তার বিষয়ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করেন, যা জেলা প্রশাসক মহোদয় মনোযোগের সাথে শোনেন এবং কিছু পয়েন্ট লিপিবদ্ধ করেন।
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তা শুদ্ধ বাংলা চর্চার প্রয়োজনিয়তা এবং শহরে মারাত্মক শব্দ দূষণ নিয়ে কথা বলেন। জনাব মুক্তার কথার প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় শব্দ দূষণ কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন।
সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান তার বক্তব্যে পাঠ্যাভাস গড়ে তোলার উপায় এবং তার প্রয়োজনিয়তার কথা বলেন।
লেখক, গবেষক, সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ লেখালেখি এবং পত্রিকা প্রকাশ বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, সামাজিক চিন্তাভাবনার সারবস্তু শিক্ষকদের হাতে পৌঁছে দিতে হবে, শিক্ষকরা শিক্ষাথীদের সেগুলো জানাতে পারবেন, এভাবে সমাজের মানুষের চিন্তা-ভাবনা উন্নত হবে। একইসাথে তিনি নিরাপদ খাদ্য আন্দোলন এবং অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করার প্রয়োজনিয়তার কথা বলেন।
এছাড়াও ফিল্ম ক্লাব, ডিবেটিং ক্লাব, টিভি চ্যানেল পরিচালনা, শুদ্ধ বানান চর্চা বিষয়ে বক্তারা কথা বলেন। স্থাপত্যবিদ শিবু প্রসাব বসু নগর পরিকল্পনা এবং ইকো ফ্রেন্ডলি নগর উন্নয়ন বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করেন।
সভাটি সমন্বয় করেন ‘বিল্ড ফর নেশন’ এর সভাপতি শরিফুল ইসলাম খান।
বিল্ড ফর নেশন
লক্ষ্য ও উদ্দেশ্য
সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদন হলো সংস্কৃতি। সংস্কৃতি ভৌগলিক এবং ঐতিহাসিক, আবার বিশ্বায়নের এই যুগে বহুমাত্রিক এবং পরিবর্তনশীল, -এই পরিবর্তনশিলতাই পরিশুদ্ধির প্রধান নিয়ামক। ‘শুদ্ধ সংস্কৃতির চর্চা’ বলতে কী বুঝায় তা নির্ধারণ করা এ যুগে খুব সহজ কাজ নয়। তবে সংস্কৃতির ভিন্ন একটি সঙ্ঘায়নও আছে- “যে বোধ উন্নত চিন্তাশীল ব্যক্তিমানুষের মধ্যে জাগ্রত হয়ে সামষ্টিক মানুষের মধ্যে প্রস্ফুটিত হয়, এবং সামষ্টিক মানুষের সাধারণ জীবন চর্চার যে সারবস্তুটুকু সময় সময় ইতিহাসে সংকলিত হয়, তাই সংস্কৃতি।” ফলে আমরা খুঁজে নিতে চেষ্টা করছি সংস্কৃতির মানুষের জন্য কল্যাণকর সে অংশটুকু, যা রাষ্ট্র পরিচালনার দর্শন হিসেবেও পরিগণিত হতে পারে।
‘বিল্ড ফর নেশন’ দৃঢ়ভাবে বাঙালি জাতিয়তাবাদ এবং লৌকিক সংস্কৃতি লালন করে, পাশাপাশি বৈশ্বিক এবং সার্বজনীন মানবিক মূল্যবোধ দ্বারা পরিচালিত হতে উৎসাহিত বোধ করে। শুধু সংস্কৃতির চর্চা নয়, ব্যক্তি মানুষের মৌলিক চাহিদা এবং সমাজের সাধারণ প্রয়োজনগুলোর দিকেও আমরা দৃষ্টি দিতে চাই। আমরা যেমন পরিচর্যার জন্য ফুলের বাগানের মালি হতে চাই, তেমনি রক্ষার জন্য দারোয়ানও হওয়াটাও দরকার বলে মনে করি।
কার্যক্রমসমূহ:
• রক্তদান কর্মসূচী;
• পাঠাগার পরিচালনা;
• পাঠ্যভাস গড়ে তোলা;
• মাসিক বিষয় ভিত্তিক বক্তৃতা;
• ডিবেটিং ক্লাব;
• ত্রৈমাসিক পত্রিকা;
• কর্মসূচী ভিত্তিক ম্যাগাজিন;
• ফিল্ম ক্লাব, বাংলা ক্লাব;
• শব্দদূষণ ও দৃশ্যদূষণ রোধ;
• শীতবস্ত্র বিতরণ;
• ঈদ ও পূজায় নতুন প্রকাশক বিতরণ;
• সাংস্কৃতিক সংগঠন পরিচালনা;
• স্থানীয় টিভি চ্যানেল পরিচালনা (১ জানুয়ারি ২০১৯ থেকে সম্প্রচার);
• বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) মানুষদের জন্য কার্যক্রম;
• নগর পরিকল্পনা;
• গ্রামভিত্তিক অর্থনীতির উন্নয়ন পরিকল্পনা;
• নিরাপদ খাদ্য আন্দোলন;
• কমিউনিটি রেডিও সম্প্রচার (আসছে);
• অনলাইন পত্রিকা পরিচালনা (আসছে);
• এবং দিবস ভিত্তিক বিভিন্ন কর্মসূচী পালন।
বিল্ড ফর নেশন
২৩৫, পোস্ট অফিশ রোড
গোপালগঞ্জ-৮১০০