Headlines

একজন দক্ষিণ আফ্রিকানের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা

গ্রান্ট ডেভিড ইলিয়ট, জন্ম : ২৪ মার্চ ১৯৭৯ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। বেড়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকায়। যেহেতু দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে কোটা সিস্টেম ছিল, তাই ভবিশ্যত গড়ার লক্ষ্যে িইলিয়ট পাড়ি জমিয়েছিলেন নিউজিল্যান্ডে ২০০১ সালে। এর আগে নিউজিল্যান্ড টিমে ডাক পাওয়ার আগে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ইন্ডিয়ার সাথে এক ম্যাচ খেলেছেন। grant-elliott-new-zealand-world-cup