এ পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে ৭৭টি দেশ অংশ নিয়েছে

follow-upnews
0 0

 

ছবির সূত্র ঃ http://www.dreamstime.com
ছবির সূত্র ঃ http://www.dreamstime.com

১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপ শুরু হয়। সে বছর অংশ নিয়েছিল ১৩ টি দেশ। আর্জেন্টিনা, বেলজিয়াম, বলিভিয়া, চিলি, ফ্রাঞ্চ, মেক্সিকো, প্যারাগুয়ে, পেরু, রোমানিয়া , যুক্তরাষ্ট্র, উরুগুয়ে এবং যুগোস্লাভিয়া –এই ১৩টি দেশ ১৯৩০ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নেয়। ১৯৩৪ সালে অভিষেক হয় অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, মিশর, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন এবং হাঙ্গেরি –এই ১০টি দেশের।

১৯৩৮ সালে ৪তি নতুন দেশ বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়। এরা হচ্ছে, কিউবা, ইন্দোনেশিয়া, নরওয়েয়ে এবং পোল্যান্ড।

১৯৫০ সালে নতুন হিসেবে মাত্র একটি দেশ অংশ নিয়েছিল। দেশটি ছিল ইংল্যান্ড।

১৯৫৪ সালে দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড এবং তুরস্ক -এই তিনটি দেশের অভিষেক হয়।

১৯৫৮ সালে আয়ারল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন এবং ওয়েলস -এই তিনটি দেশের অভিষেক হয়।

১৯৬২ সালে প্রথমবারের মত ফুটবল বিশ্বকাপে অংশ নেয় বুলগেরিয়া এবং কলোম্বিয়া।

১৯৬৬ সালে আসে উত্তর কোরিয়া এবং পর্তুগাল।

১৯৭০ এ এল সাল্ভাদর, ইসরাইল এবং মরক্কো –দেশ তিনটির বিশ্বকাপ অভিষেক হয়।

১৯৭৪ এ আসে আস্ত্রেলিয়া, পূর্ব জার্মানি, হাইতি এবং জায়ারে।

১৯৭৮ ইরান এবং তুনিসিয়া অভিষিক্ত হয়।

১৯৮২ তে আরও পাঁচটি দেশ যুক্ত হয়। দেশগুলো ছিল, আলজেরিয়া, ক্যামেরুন, হন্ডুরাস, কুয়েত, নিউজিল্যান্ড।

১৯৮৬ তে আসে কানাডা, ডেনমার্ক, ইরাক।

১৯৯০ সালে কোস্টারিকা, রিপাবলিক অফ আইয়ারল্যান্দ এবং সংযুক্ত আরব আমিরাত।

১৯৯৪ এ গ্রিস, নাইজেরিয়া এবং সৌদি আরব খেলতে আসে।

১৯৯৮ ক্রয়েসিয়া, জ্যামাইকা, জাপান এবং দক্ষিণ আফ্রিকা অভিষিক্ত হয়।

২০০২ সালে প্রথম বারের মত ফুটবল বিশ্বকাপে অংশ নেয় চায়না, ইকুয়েডর, সেনেগাল এবং স্লোভেনিয়া।

২০০৬ সালে আরও ছয়টি দেশ প্রথম ফুটবল বিশ্বকাপ খেলে। দেশগুলো- এংগলো, আইভরিকোস্ট, চেক রিপাবলিক, ঘানা, সারভিয়া-মন্তেনিগ্র, তোগো , ত্রিনিদাদ এন্ড টোবাগো এবং উক্রেইন।

২০১০ সালে প্রথম খেলে সারভিয়া এবং স্লোভাকিয়া।

২০১৪ সালে মাত্র একটি নতুন দেশ ফুটবল মহারনে অংশ নেওয়ার সুযোগ পায়। দেশটি হচ্ছে বসনিয়া এন্ড হার্জেগোভিনা।

Next Post

বিশ্বকাপের দেশ : আজকে থাকছে হন্ডুরাস নিয়ে

• আমেরিকার একটি কলা কোম্পানি হন্ডুরাসের উপর মারাত্মক প্রভাব বিস্তার করেছিল বলে লেখন ও’ হেনরি হন্ডুরাসকে ব্যানানা কান্ট্রি বলেছিলেন; সেই থেকে কোন দেশকে বানানা কান্ট্রি বলা হয় যখন সে দেশটি অন্য কোন দেশের প্রভাব বলয়ের মধ্যে থাকে। • মধ্য আমেরিকার স্বল্প আয়ের একটি দেশ। দেশের অর্ধেক মানুষ দারিদ্র সীমার নিচে […]