বিশ্বকাপের দেশ : আজকে থাকছে হন্ডুরাস নিয়ে

follow-upnews
0 0
হন্ডুরাস
হন্ডুরাস

• আমেরিকার একটি কলা কোম্পানি হন্ডুরাসের উপর মারাত্মক প্রভাব বিস্তার করেছিল বলে লেখন ও’ হেনরি হন্ডুরাসকে ব্যানানা কান্ট্রি বলেছিলেন; সেই থেকে কোন দেশকে বানানা কান্ট্রি বলা হয় যখন সে দেশটি অন্য কোন দেশের প্রভাব বলয়ের মধ্যে থাকে।
• মধ্য আমেরিকার স্বল্প আয়ের একটি দেশ। দেশের অর্ধেক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে।
• জনসংখ্যা মাত্র তিরাশি লাখ।
• গুয়েতেমালা, এল সাল্ভাদর এবং প্রশান্ত মহাসাগর বেষ্টিত ছোট্ট এই দেশটি সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর। বিশেষ করে মায়া সভ্যতার সূতিকাগার হচ্ছে হন্ডুরাস। ষোলশ শতাব্দীতে স্পানিয়ারডরা দেশটি দখল করে, এজন্য হন্ডুরাসের ভাষা স্প্যানিশ।
• ১৮২১ সালে দেশটি স্বাধীন হলেও এখনো নানান ধরনের সামাজিক এবং রাজনৈতিক সংঘাত দেশটিতে রয়েছে।
• হন্ডুরাসের রাজধানী দুটি শহরে অবস্থিত : তেগুচিগাল্পা এবং কমায়াগুএলা।
• অস্ট্রেলিয়ার পড় হন্ডুরাসে সবচে বেশি কোরাল রিফ রয়েছে।
• জাতীয় পশু সাদা লেজের হরিণ, জাতীয় পাখি স্কারলেট ম্যাকাও।
• হন্ডুরাসের মানুষ রান্নায় নারকেল ব্যবহার করে থাকে। এমনকি সুপের মধ্যেও তারা নারকেল দেয়।
• প্রতিবছর দশ লক্ষের বেশি লোক পর্যটক হিসেবে হন্ডুরাস যায়।
• কলম্বাস হন্ডুরাস আবিষ্কার করেন, কলম্বাসের আমেরিকা আবিষ্কার বলতে হন্ডুরাস, তিনি প্রথম আজকের হন্ডুরাসে পা রেখে ছিলেন।
• হন্ডুরাসের পতাকায় পাঁচটি তারকা রয়েছে যা মধ্য আমেরিকার পাঁচটি দেশকে বুঝিয়ে থাকে।
• হন্ডুরাসের প্লাটানও ফরেস্ট নতুন সপ্তাশ্চর্যের একটি।
• হন্ডুরাসে মাছ বৃষ্টি হওয়ার ঘটনা রয়েছে।
• শাসকের নামানুসারে হন্ডুরাসের দুটি নাম ছিল, ব্রিটিশ হন্ডুরাস এবং স্প্যানিশ হন্ডুরাস।
• ১৯৬০ সালে হন্ডুরাস এবং এল সাল্ভাদরের মধ্যে ‘ফুটবল যুদ্ধ’ নামে একটি যুদ্ধ বেধেছিল।

Next Post

গণিতের উপর স্পটলাইট সিরিজের এই বইটা অসাধারণ

বইটি লেখা হয়েছে গণিতে যারা দুর্বল তাদেরকে সহজে অংক শেখানোর জন্য, আর যারা সবল তাদের চর্চার জন্য। বিগত বছরের প্রশ্ন ধরে চমৎকারভাবে অংকগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়েছে। কোন নিয়মটি প্রয়োগ করলে অংক কম সময়ে করা যাবে তা কার্যকরীভাবে বইটিতে আলচিত হয়েছে। রয়েছে অধ্যায়ভিত্তিক আলোচনা, যেখানে নির্দিষ্ট নিয়মের অংক করার […]